Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মন ভাঙল শ্রদ্ধা কাপুরের, দীর্ঘ চার বছরের সম্পর্কের অবসান

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন শ্রদ্ধা কাপুর। 'তিন পাত্তি'…

Avatar

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম জনপ্রিয় খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন শ্রদ্ধা কাপুর। ‘তিন পাত্তি’ তার ডেবিউ ফিল্ম। সেই শুরু, এরপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘স্ত্রী’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’এর মতো একাধিক জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করে গিয়েছেন তিনি। বর্তমান যুগে তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়।

বিয়ের মরসুমে যেখানে চারিদিকে বিয়ের গুঞ্জন চলছে সেখানে বলি ডিভা শ্রদ্ধা কাপুরের দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন ধরল। কয়েকমাস আগে পর্যন্ত অভিনেত্রীর সাথে ইন্ডাস্ট্রির বিখ্যাত ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে জানুয়ারি থেকেই তাদের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা চলছিল মিডিয়াতে। ফেব্রুয়ারি মাসে তারা একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নেন। এমনকি চলতি বছরে অভিনেত্রীর জন্মদিনের পার্টিতেও গোয়াতে দেখা মেলেনি এই ফটোগ্রাফারের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা যায়, কলেজ জীবন থেকেই একে-অপরের সাথে পরিচয় তাদের। দীর্ঘ চারবছর ধরে তারা সম্পর্কে রয়েছেন। তবে এবার সেই সম্পর্কেরই ইতি ঘটলো। পিঙ্ক ভিলার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসেই তারা একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন। নতুন বছরের শুরু থেকেই তাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছিল। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। নিজেদের বিচ্ছেদ নিয়ে তারা কেউই এখনো পর্যন্ত মিডিয়ার সামনে মুখ খোলেননি।

তবে আপাতত শ্রদ্ধা কাপুর নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন। বিচ্ছেদের পর আরও বেশি করে কাজে মনোযোগী হয়েছেন তিনি। বর্তমানে রণবীর কাপুরের সাথে আসন্ন একটি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ‘লাভ রঞ্জন নেক্সট’ ছবিতেই রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। উল্লেখ্য, এই ছবি সম্ভবত ২০২৩’এর দোলের সময় মুক্তি পাবে। এছাড়াও ‘নাগিন’, ‘চালবাজ ইন লন্ডন’ ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে।

About Author