Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিগ বি’র চোখে রেখার জন্য ভালোবাসার এখনো স্পষ্ট, অভিনেত্রীকে নাচতে দেখে পুরনো দিনের কথা মনে পড়ল

অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট সাধারণের জন্য। বলিউড ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য বিস্তর। একটা সময় বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান ছিলেন তিনি। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন…

Avatar

অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট সাধারণের জন্য। বলিউড ইন্ডাস্ট্রিতে তার আধিপত্য বিস্তর। একটা সময় বলিউডের অ্যাংরি ইয়ং ম্যান ছিলেন তিনি। শুরুর সময় থেকে এখনো পর্যন্ত বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেতা। কয়েকদিন আগেই তার অভিনীত ছবি ‘ঝুন্ড’ মুক্তি পেল বড়পর্দায়, যা তার অভিনীত শ্রেষ্ঠ ছবিগুলির মধ্যে অন্যতম। এমনটাই বলছেন তার ভক্তরা। এই ছবি সারা ফেলেছে বলিউডের অন্দরেও।

বিগ বি'র চোখে রেখার জন্য ভালোবাসার এখনো স্পষ্ট, অভিনেত্রীকে নাচতে দেখে পুরনো দিনের কথা মনে পড়ল

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আশির দশকের উমরাওযান অর্থাৎ রেখাকে কোন একটি অ্যাওয়ার্ড শোতে ‘পারদেশিয়া ইয়ে সাচ কেহে দিয়া’ গানের সাথে নাচতে দেখা গিয়েছে মঞ্চের উপর। আর সেই ভিডিওতেই সেই পারফর্ম্যান্সের সময় ক্যামেরা ঘোরানো হয়েছিল বলিউডের বিগ বি’র দিকে। সেইসময় তার চোখে-মুখে ছিল উচ্ছ্বাসের ছাপ, দাবি একাধিক নেটিজেনের। অনেকের মতে, এখনো অমিতাভ বচ্চন গোপনে ভালোবাসেন রেখাকে তা নাকি অভিনেতার চোখ-মুখ দেখেই বোঝে গিয়েছে ভিডিওতে।

বিগ বি'র চোখে রেখার জন্য ভালোবাসার এখনো স্পষ্ট, অভিনেত্রীকে নাচতে দেখে পুরনো দিনের কথা মনে পড়ল

সোশ্যাল মিডিয়ার পাতায় তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। প্রায়ই নিজের একাধিক ছবি কিংবা ছবির কোন দৃশ্য শেয়ার করে থাকেন অভিনেতা। নেটদুনিয়াতেও তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। বর্তমান যুগে দাঁড়িয়েও তাকে পর্দায় এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন অগণিত মানুষ। কোন না কোন কারণে মিডিয়াতে চর্চায় থাকেন বিগ বি। সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরে আবারো চর্চিত অভিনেতা।

বিগ বি'র চোখে রেখার জন্য ভালোবাসার এখনো স্পষ্ট, অভিনেত্রীকে নাচতে দেখে পুরনো দিনের কথা মনে পড়ল

একসময় রেখা ও অমিতাভের প্রেমকাহিনী চূড়ান্ত চর্চিত ছিল মিডিয়াতে। তবে পরবর্তীকালে তা স্বীকার করেননি কেউই। তবে সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে আবারো সেই প্রসঙ্গ উঠে এলো চর্চায়। তবে এখন আর একপর্দায় দেখা মেলে না তাদের। অনস্ক্রিন হোক কিংবা অফস্ক্রিন অমিতাভ-রেখার জুটি ছিল হিট। উল্লেখ্য, অমিতাভ বচ্চনের ‘রানওয়ে ৩৪’ ও ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়াও একাধিক ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

About Author