বিরাট কোহলির কাছে মহেন্দ্র সিং ধোনি এক বিরাট ব্যক্তিত্ব সেটা প্রমাণ হলো এই টুইটের মাধ্যমে। বিরাট কোহলি এক আবেগি টুইটের মাধ্যমে মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে লিখেছেন,”হলুদ জার্সিতে কিংবদন্তি অধিনায়কত্ব। যে অধ্যায় ফ্যানরা কখনও ভুলবে না। এমএস ধোনির প্রতি আমার আজীবনের সম্মান।” মহেন্দ্র সিং ধোনির প্রতি বিরাট কোহলির এই টুইট এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার সময় দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন বিরাট কোহলির হাতে। তাই এই টুইট ধোনির প্রতি বিরাট কোহলির সম্মান বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।Legendary captaincy tenure in yellow skip. A chapter fans will never forget. Respect always. ❤️💛 @msdhoni pic.twitter.com/cz5AWkJV9S
— Virat Kohli (@imVkohli) March 24, 2022
অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, ভাইরাল হল বিরাট কোহলির আবেগি টুইট
মহেন্দ্র সিং ধোনি বরাবরই অবাক করার মত সিদ্ধান্ত নিয়ে আসছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জোগিন্দর শর্মাকে শেষ ওভার দেওয়া হোক বা ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে আসা, তিনি…

আরও পড়ুন