‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট। সম্প্রতি তিনি আবারো নিজের পোশাকের জন্য চর্চার আলোয় উঠে এসেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি উরফি নিজের আরো একটি নতুন লুক শেয়ার করেছেন। যেখানে অভিনেত্রীকে একটি লাল শর্ট ড্রেসে দেখা গিয়েছে। অভিনেত্রীর পোশাকের সামনের বেশিরভাগ অংশটা ছিল উন্মুক্ত। হার্ট সেপে অভিনেত্রী পোশাকের সামনের দিকটা কাটা ছিল। সাথে লাল রঙের হাই হিল পরেছিলেন তিনি। চুলে বেঁধেছিলেন বিনুনি। হালকা মেকাপে সেজেছিলেন উরফি। অভিনেত্রী ভিডিও শেয়ার করতেই তা তাদের ভক্তদের মাঝে ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই রীতিমতো প্রশংসায় ভরিয়েছেন তাকে, ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই তা স্পষ্ট হবে। রইল সেই ভিডিও।
View this post on Instagram
অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’। আর এই সমস্ত ধারাবাহিকগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে, তা বলাই বাহুল্য।