Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gold Price: টানা কমছে দাম, আরও সস্তা হল সোনা

আগের থেকে সস্তা সোনা। বিয়ের মরসুমের আগেই দারুণ সুযোগ সাধারণের কাছে। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী ১৪-১৭'ই মার্চের মধ্যে অর্থাৎ ব্যবসায়ীক সপ্তাহে সোনার দাম পড়েছে অনেকটাই। সোনার পাশাপাশি রুপোর দামও…

Avatar

আগের থেকে সস্তা সোনা। বিয়ের মরসুমের আগেই দারুণ সুযোগ সাধারণের কাছে। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন অনুযায়ী ১৪-১৭’ই মার্চের মধ্যে অর্থাৎ ব্যবসায়ীক সপ্তাহে সোনার দাম পড়েছে অনেকটাই। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে।

ব্যবসাহিক সপ্তাহে সোনার দাম কমেছে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

• সপ্তাহের প্রথম দিন, ১৪’ই মার্চ সোনা ও রুপোর বাজার বন্ধ হওয়ার আগে ১০ গ্রাম সোনার দাম ৫১,৯৬১ টাকা ছিল।

• ১৫’ই মার্চ ১০ গ্রাম সোনার দাম ৪৪০ টাকা কমে দাঁড়ায় ৫১,৫২১ টাকা।

• ১৬’ই মার্চ আবারো ১০ গ্রাম সোনার দাম ১৭৬ টাকা কমে ৫১,৩৯৭ টাকা হয়।

• ১৭’ই মার্চ বৃহষ্পতিবার ১০ গ্রাম সোনার দাম বৃদ্ধি পায় ২১৯। শেষপর্যন্ত দাম দাঁড়ায় ৫১,৫৬৪ টাকা। উল্লেখ্য, গতসপ্তাহের শেষে সোনার দাম মোট পড়েছিল ৩৯৭ টাকা।

• ৭-১১’ই মার্চ পর্যন্ত সোনার দাম মোট কমেছিল ১১৩৩ টাকা। হিসাব মত দু’সপ্তাহ শেষে সোনার দাম মোট দেড় হাজার টাকা কমেছে (১৫৩০ টাকা)।

সোনার পাশাপাশি কমেছে রুপোর দামও-

• ১৪’ই মার্চ ১ কিলো রুপোর দাম ছিল, ৬৮,৪১৪ টাকা।

• ১৫’ই মার্চ ১ কিলো রুপোর দাম কমে বেশ কিছুটা। ১২১৪ টাকা কমে রুপোর দাম দাঁড়ায় ৬৭,২০০ টাকা।

• ১৬’ই মার্চ নির্দিষ্ট পরিমাণ রুপোর দাম কমে মাত্র ১৮ টাকা। ১ কিলো রুপোর দাম হয় ৬৭,১৮২ টাকা।

• ব্যাবসায়িক সপ্তাহের শেষ দিন ১৭’ই মার্চ ১ কিলো রুপোর দাম বাড়ে ৮২৩ টাকা। শেষপর্যন্ত সপ্তাহ শেষে রুপোর দাম দাঁড়ায় ৬৮,০০৫ টাকা। উল্লেখ্য, হিসাব মত সপ্তাহ শেষে মোট দাম কমেছে ৪০৯ টাকা।

• দুই সপ্তাহ শেষে প্রতি কিলো রুপোর দাম কমেছে ১২৭৬ টাকা।

অতএব বলাই বাহুল্য, বিয়ের মরসুমের আগে সাধারণের চিন্তা কমল কিছুটা।

About Author