অভিনেত্রী এই নাচের ভিডিও শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। অবশ্য এই ভিডিওতে অভিনেত্রীর সাথে নাচতে দেখা গিয়েছে ধারাবাহিকে তার বড় ছেলের বউ সোনা ও মেজো দেওরের স্ত্রীকে। তারাও রীতিমত ছন্দ মিলিয়ে অভিনেত্রীর সাথে নেচেছেন। সকলেই শুটিংয়ের ফাঁকে বানিয়েছেন এই ভিডিওটি, তা স্পষ্ট। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার একসাথে ইনস্টারিল বানাতে দেখা গিয়েছে তাদের। সম্প্রতি তাদের এই রিল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।অভিনয়ের ব্যস্ততার মাঝেও অপরাজিতা আঢ্য একেবারে ফিট রেখেছেন নিজেকে। অভিনয়ের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন নাচও। অভিনেত্রীর নিজস্ব একটি নাচের স্কুলও রয়েছে, যেখানে তিনি তার একাধিক ছাত্র-ছাত্রীকে নাচ শেখান। সেই নাচ শেখানোর টুকরো টুকরো দৃশ্য প্রায়ই ভাইরাল হতে দেখা যায়, যা দেখতে পছন্দ করেন তার অনুরাগীরাও। বলাই বাহুল্য, এই অভিনেত্রী নিজের অভিনয় দক্ষতার জোরে প্রতিপদে টেক্কা দেন বর্তমানের অভিনেতা-অভিনেত্রীদের। ইতিমধ্যেই তার ডেবিউ ঘটেছে হিন্দি ইন্ডাস্ট্রিতেও। তার অভিনয় প্রশংসিত চলচ্চিত্র বিশেষজ্ঞদের মাঝেও।
বসন্তের গানে ‘লক্ষ্মী কাকিমা’র সেটেই নাচ অপরাজিতা আঢ্যের, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়
এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও রয়েছেন দেবশঙ্কর হালদার, শ্রী, রত্না ঘোষালের মতো জনপ্রিয় তারকারা। দর্শকমহলে…

আরও পড়ুন