Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বুধ অস্ত যেতে না যেতেই ভাগ্য ঘুরবে ৪ রাশির, হলির পর ভাগ্য খুলবে এই জাতকদের

সামনের দোল উৎসব, মনে রঙ ও বসতে ফুলের গন্ধ নিয়ে আসছে হলো। ১৮ মার্চ ২০২২ এ হলো উৎসবে মাতবেন পুরো ভারতবর্ষের লোক। রাশিফল আপনার জীবনে অনেক কিছুর ওপর প্রভাব ফেলে,…

Avatar

সামনের দোল উৎসব, মনে রঙ ও বসতে ফুলের গন্ধ নিয়ে আসছে হলো। ১৮ মার্চ ২০২২ এ হলো উৎসবে মাতবেন পুরো ভারতবর্ষের লোক। রাশিফল আপনার জীবনে অনেক কিছুর ওপর প্রভাব ফেলে, এর জন্যে ভাগ্য উদয় বা মন্দ ঘটতে দেখা যায়। ১৮ মার্চ অস্ত যাবেন বুধ, আর এর সাথেই ভাগ্য খুলবেন ৪ রাশির জাতকদের। তাদের থাকবে সুচর্ন্ত সাফল্যতার সুযোগ। জ্যোতিষ বিদদের মতে হোলির সঙ্গে সঙ্গেই জীবনের রঙের ছোঁয়া দিতে অস্ত যাচ্ছে বুধ এই রাশির জাতকদের ওপর থেকে।

মেষ:- ভমন করলে পাবেন ভালো সুযোগ। কর্মক্ষেত্রে অনেক সুনাম ও সাফল্যতা অর্জনের সুযোগ, বারবে মন সন্মান। উপার্জন বৃদ্ধি হতে পারে, কাঙ্ক্ষিত প্রশংসা পাবেন। চাকরি বা ব্যবসা দুটোর জন্যেই ভালো সময়, যে কোনো কাজেই মিলবে সাফল্যতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মিথুন:- মান ও সম্মানে আগের চেয়ে আরও বেড়ে যাওয়ার সম্ভবনা। চাকরির ক্ষেত্রে পাবেন অনেক উন্নতির সুযোগ। এই সময় কিনতে পারেন গাড়ি। আর্থিকস্থিতিতে আসতে পারে উন্নতি। দাম্পত্য জীবনে সুখ আসবতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে থাকবে সুসম্পর্ক। যে কোনও লেনদেন থেকেই আসবে লাভ।

মকর:- হোলির পর বুধ অস্ত হেকে কেটে যাবে বহুদিন ধরে ভোগা আর্থিক কষ্ট। মকর রাশির জাতক জাতিকারা খুব দ্রুত পেতে চলেছেন বহুদিনের আটকে থাকা টাকা। বহু আর্থিককষ্টের হাথ থেকে পাবেন মুক্তি। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারবেন সুখে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িয়ে থাকা সময় ১৮ মার্চের পর থেকে খুবই ভালো কাটবে। ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে করবেন অনেক লাভ। স্বাস্থ্যে উন্নতির দেখা মিলবে। সব মিলিয়ে খুশি আপনার দরজায় কড়া নাড়ছে।

মীন:- আধ্যাত্মিক ক্ষেত্রে এই সময় পদার্পণ করা খুব শুভ ও মঙ্গলময় হবে। ধনলাভ যেমন হবে, তেমনই এই ধন সম্পত্তি স্থায়ীও হবে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের দারুন উন্নতির সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকারা এই সময় খুবই উন্নতির মুখ দেখবেন বলে দাবি করেন জ্যোতিষ জ্ঞানীরা। কোনও নতুন কাজ শুরু করতে পারেন এই সময়, সাফল্য আপনার হাতের কাছেই থাকবে। ব্যাবসায় এই সময় পাবেন মুনাফা ও অনেক নাম করবেন এই রাশির জাতকেরা।

About Author