সঞ্জয় দত্ত বরাবরই নিজের ফিল্ম কেরিয়ারের থেকে বেশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকতেন মিডিয়াতে। অভিনেতার জীবনে সমাগম ছিল একাধিক মেয়ের। তবে মাধুরী দীক্ষিতের সাথে তার সম্পর্কের গুঞ্জন বেশ দীর্ঘদিন ধরেই শোনা গিয়েছিল। এমনকি তাদের বিয়ের কথাও প্রকাশ্যে এসেছিল।
নব্বইয়ের দশকে একসাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছিলেন তারা। ‘সাজন’, ‘খলনায়ক’, ‘থানেদার’ এই তিনটি ছবিতে একে অপরের সাথে স্ক্রিনশেয়ার করেছিলেন এই দুই তারকা। একসাথে কাজ করার দৌলতেই একে অপরকে চেনা-জানার সুযোগ পেয়েছিলেন দুজনে। কাছাকাছিও এসেছিলেন তারা। এমনকি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি বিয়ে করলে মাধুরী দীক্ষিতকেই করবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘ভিলেন’ ছবিতে জ্যাকি শ্রফের সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে। এই ছবিতেও একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন সঞ্জয় ও মাধুরী। সেইসময় দু’জনেই একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। আর সেইসময় তাদের বিয়ের খবর ছিল শিরোনামে। এরপর সুভাষ ঘাইয়ের ‘খলনায়ক’ ছবিতে অভিনয় করার সময় সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতের সাথে একটি চুক্তি করেছিলেন পরিচালক, যার জন্য বাধা পড়েছিল তাদের বিয়েতে। সম্প্রতি সেই কথাই সামনে এসেছে।
শোনা যায়, পরিচালক সুভাষ ঘাই আশঙ্কা করেছিলেন এই তারকা-জুটির বিয়ের গুঞ্জন ছবির প্রচারে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই সময় তারা বিয়ে করলে মানুষের নজর সেইদিকেই চলে যাবে। সেই পরিস্থিতিতে ছবির প্রতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা কঠিন হয়ে যেতে পারে। এই আশঙ্কাতেই এই তারকা-জুটির সাথে পরিচালক চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তিতে ছিল ‘খলনায়ক’ ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না। তবে পরবর্তীকালে সেই সম্পর্ক টেকেনি।