Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দাদুর মতো শক্তিশালী ভয়েস’, হিন্দি কবিতা পাঠ ঐশ্বর্য কন্যার, ভিডিও ভাইরাল হতেই প্রশংসার ঝড়

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। মিডিয়াতে থেকে থেকেই চর্চিত হয় আরাধ্যা। মা ঐশ্বর্য রাই বচ্চনের সাথে প্রায়ই দেখা মেলে তার। নিজের পরিবারের ঐতিহ্য বজায় রাখছে…

Avatar

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। মিডিয়াতে থেকে থেকেই চর্চিত হয় আরাধ্যা। মা ঐশ্বর্য রাই বচ্চনের সাথে প্রায়ই দেখা মেলে তার। নিজের পরিবারের ঐতিহ্য বজায় রাখছে সে। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিভার ঝলক মেলে মাঝেমধ্যেই। সম্প্রতি পুনরায় নেটনাগরিকদের মাঝে একটি ভিডিওকে কেন্দ্র করে চর্চার আলোয় উঠে এসেছে বচ্চন সাহেবের নাতনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আরাধ্যা বচ্চন একটি হিন্দি কবিতা পাঠ করছে। ভিডিওতে স্কুলড্রেসে, দুটো ঝুঁটি বেঁধেই দেখা মিলেছে তার। উল্লেখ্য, ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’এর ছাত্রী আরাধ্যা। স্কুল ড্রেসে এই ভিডিওটি বানানোর সময় তাকে বলতে শোনা গিয়েছে, কোন ভাষাকে ভালোভাবে রপ্ত করতে হলে কবিতার থেকে সহজ মাধ্যম আর হয় না। এরপরও তাকে বলতে শোনা গিয়েছে, তারা প্রাইমারির পড়ুয়ারা হিন্দি কবিতা সকলের সামনে পরিবেশন করতে চলেছে। তারা আশা রাখছে, কবিতার মাধ্যমে হিন্দি ভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ পাবে সকলের সামনে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরাধ্যা বচ্চনের ফ্যানপেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রীতিমতো প্রশংসার ঝড় বয়ে গিয়েছে। কেউ কেউ আরাধ্যার উদ্দেশ্যে লিখেছেন, তিনি তার মায়ের মতই ‘বিউটি উইথ ব্রেন’। আবার কেউ বলেছেন, তার কণ্ঠস্বরে একটা গম্ভীর ব্যাপার রয়েছে অমিতাভ বচ্চনের মতই। বিগবি’র হিন্দি ভাষার প্রতি আধিপত্য অজানা নয় কারোরই। তাই এক্ষেত্রে অনেকেরই মনে হয়েছে, এই প্রতিভা তিনি তার পরিবারের তরফ থেকেই অর্জন করেছে।

About Author