বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেকের কাছেই স্মার্টফোন অবশ্যই রয়েছে। আসলে এখন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে প্রযুক্তির ব্যবহার অবশ্যই করতে হবে। বেশিরভাগ কাজকর্ম আজকালকার দিনে মুঠোফোনের মাধ্যমেই করা যায়। এখন আসতে আসতে জনপ্রিয়তা হারাচ্ছে টিভি, রেডিও এবং সংবাদপত্র। সেই জায়গায় বিনোদনের স্মার্ট পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি বিভিন্ন জায়গাতে যেকোনো সময় গেলেই বিভিন্ন ধরনের মজাদার বা অবাক করা ঘটনার ভিডিও বা ছবি দেখা যায়।
সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন মানুষ নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য ভিডিও বানিয়ে পোস্ট করে, তো ঠিক অন্যদিকে কেউ কেউ আবার বিভিন্ন মজাদার বা অবাক করে দেওয়ার ঘটনার ভিডিও বানিয়ে পোস্ট করে থাকে। মাঝে মাঝেই তাই দেখা যায় বিভিন্ন পশু পাখির হাস্যকর কার্যকলাপের ভিডিও বা কোনো অবাক করা প্রতিভার ভিডিও। তবে সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা চমকে দিয়েছে সকলকেই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবারের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি হাঁস রীতিমতো অভিনয় করছে, কুকুরের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। নিশ্চয়ই শুনে অবাক হয়েছেন। ভাবছেন একটা হাঁস আবার কি করে অভিনয় করতে পারে। কিন্তু এমনটাই হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি হাঁসের খুব কাছেই দাঁড়িয়ে রয়েছে কুকুর। সে অপেক্ষা করছে আক্রমণ করার। কিন্তু চালাক হাঁসটি একেবারে ঘাপটি মেরে মৃতের মত পড়ে রয়েছে। কুকুরটি যাতে বুঝতে না পারে হাঁসটি বেঁচে আছে। তবে সবচেয়ে মজার বিষয় দেখা গিয়েছে ভিডিওর শেষে। হাঁসটিকে মৃত ভেবে যেই কুকুরটি একটু সরেছে, সেই হাঁস আবার উঠে গটগট করে দৌড় দিয়েছে।
এই ৪৮ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে ভাইরাল ওয়াইটি নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, “কুকুরের থেকে কৌশলে প্রাণ বাঁচালো এই হাঁস। স্মার্ট ডাক।” ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। হাঁসের মৃত হয়ে পড়ে থাকার অভিনয় মন জয় করে নিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের। কেউ একজন রসিকতা করে কমেন্ট করেছেন, “এই হাঁসকে অস্কার দেওয়া উচিত”। ইতিমধ্যে অগুনতি মানুষ ভিডিওটি দেখেছেন এবং অনেকেই ভিডিওটিকে শেয়ারও করেছেন।