Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মেকআপ ছাড়াই কেমন দেখতে ‘পুষ্পা’র শ্রীবল্লীকে, দেখুন রশ্মিকা মান্দান্নার আসল চেহারা

এই মুহূর্তে সকলের কাছে 'শ্রীভাল্লী' নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। 'পুষ্পা: দ্যা রাইজ'এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক…

Avatar

এই মুহূর্তে সকলের কাছে ‘শ্রীভাল্লী’ নামেই পরিচিত তিনি। দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রশ্মিকা মন্দনা। ‘পুষ্পা: দ্যা রাইজ’এ অভিনয় করার পর থেকেই অভিনেত্রীর জনপ্রিয়তা দর্শকদের মাঝে এক অন্যমাত্রায় পৌঁছে গিয়েছে।

মেকআপ ছাড়াই কেমন দেখতে 'পুষ্পা'র শ্রীবল্লীকে, দেখুন রশ্মিকা মান্দান্নার আসল চেহারা

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২৫ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী শুরুতে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ছবিতে কাজ করা শুরু করেন তিনি। ২০১৬ সালে বিনোদন জগতে ডেবিউ ঘটে তার। ‘কিরিক পর্টি’ ছবি দিয়ে নিজের অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর থেকে একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘অঞ্জনি পুত্র’, ‘চালো’, ‘গীত গবিন্দম’, পোগাড়ু’, ‘পুষ্পা: দ্যা রাইজ’এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। খুব শীঘ্রই অভিনেত্রীর দেখা মিলবে বলিউডেও।

মেকআপ ছাড়াই কেমন দেখতে 'পুষ্পা'র শ্রীবল্লীকে, দেখুন রশ্মিকা মান্দান্নার আসল চেহারা

পুষ্পা ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এমনকি বরুণ ধাওয়ানের সাথেও কাজ করছেন তিনি। বর্তমান যুগে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি, তা বলার অপেক্ষা রাখে না। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।

মেকআপ ছাড়াই কেমন দেখতে 'পুষ্পা'র শ্রীবল্লীকে, দেখুন রশ্মিকা মান্দান্নার আসল চেহারা

বেশিরভাগ সময়ই এই দক্ষিণী অভিনেত্রীকে বিনা মেকাপেই ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যায়। উল্লেখ্য, তিনি এতোটাই সুন্দর যে অভিনয়ের সময়ও খুব একটা অতিরিক্ত মেকাপ লাগে না তার। তিনি রীতিমতো কিউট, তার মানেন তার ভক্তরাও। তিনি যেখানেই যান একাধিক পাপারাজিৎদের নজর থাকে তার উপরে। তবে বেশিরভাগ সময়ই তিনি তাদের ক্যামেরার সামনে একেবারে ক্যাজুয়াল, বিনা মেকাপ লুকেই ধরা দেন। সোশ্যাল মিডিয়ার পাতাতেও তার ক্যাজুয়াল লুকের দেখা মেলে। তার ভক্তের সংখ্যা অগণিত, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বর্তমানে বিদেশের মাটিতেও তার ভক্তের সংখ্যা ছড়িয়ে রয়েছে।

About Author