Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আরেকটু হলেই ছিঁড়ে যেত পোশাক, জেসমিন ভাসিনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

টেলিভিশনে কাজ করে আগে থাকতেই বেশ পরিচিতি পেয়েছিলেন জেসমিন ভাসিন। তারপর বিগ বস ১৪ শোয়ে অংশগ্রহণ করার পর থেকে আরও বেশি করে জনপ্রিয়তা পাচ্ছেন এই টেলি অভিনেত্রী। অভিনেতা আলী গনির…

Avatar

টেলিভিশনে কাজ করে আগে থাকতেই বেশ পরিচিতি পেয়েছিলেন জেসমিন ভাসিন। তারপর বিগ বস ১৪ শোয়ে অংশগ্রহণ করার পর থেকে আরও বেশি করে জনপ্রিয়তা পাচ্ছেন এই টেলি অভিনেত্রী। অভিনেতা আলী গনির সাথে সম্পর্কের গুঞ্জন এবং অন্যদিকে জনপ্রিয় রিয়েলিটি শোতে একাধিক কার্যকলাপ জেসমিনকে লাইমলাইটে আনছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। মাঝেমাঝেই তিনি বিভিন্ন রকমের রিল ভিডিও পোস্ট করেন, যা কমবেশি ইন্টারনেটের দুনিয়াতে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি এই জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন একটি অ্যাওয়ার্ড শোতে গিয়েছিলেন। সে একটি অত্যন্ত সুন্দর কমলা রঙের ডিজাইনার ড্রেস পরে অনুষ্ঠানে উপস্থিত হন। তাঁকে দেখতে যে স্বর্গের অপ্সরা আর মত লাগছিল, তা অস্বীকার করা যায় না। শর্ট ডিজাইনার ড্রেসের ফাঁক দিয়ে ঠিকরে বেরোচ্ছিল অভিনেত্রীর যৌবন। সুন্দর পোশাকের সাথে বেশ মানানসই ভাবে হালকা মেকআপ এবং চুলে বান করেছিলেন তিনি। কিন্তু সেখানেই আওয়ার্ড নেওয়ার পর এমন একটি ঘটনা ঘটে, যার জন্য তিনি বেশ অপ্রস্তুত হয়ে পড়েন। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী হয় ও যথারীতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে অ্যাওয়ার্ড নিয়ে অনুষ্ঠান থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী জেসমিন ভাসিন। কিন্তু হঠাৎ করেই অভিনেত্রী পোশাক থেকে মাটিতে লুটানো একটি অংশ পা দিয়ে দেন এক ব্যক্তি। অবশ্য তিনি ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পা সরিয়ে দেন। কিন্তু অভিনেত্রী একটু হলে সবার সামনে পড়ে যাচ্ছিলেন। এছাড়া অভিনেত্রী যদি আরেকটু জোরে হাঁটতেন তাহলে চাপে তাঁর পোশাক ছিঁড়ে যেতে পারত। ভর্তি ক্যামেরার সামনে পোশাক ছিঁড়ে গেলে যে কেলেংকারি হয়ে যেত, তা বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তাতে লাইক ও কমেন্টর বন্যা বইয়ে দেয় নেটিজেনরা।

জনপ্রিয় পাপ্পারাজি ইনস্টাগ্রাম পেজ, ভুমপালা থেকে ভিডিওটি পোস্ট করা হয়। চোখের পলকে তা ইন্টারনেটের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে অগুনতি মানুষ কমেন্ট করেন। কেউ লিখেছেন, এ কেমন পোশাক, “শরীরে খুব কম অংশ থাকলেও ঝুলে রয়েছে বেশি!”, আবার কেউ কমেন্ট করে লিখেছেন, “আরেকটু হলে সাংঘাতিক দুর্ঘটনা ঘটে যেত”। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী এদিন ‘ওম্যান অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন।

About Author