এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই তা ভাইরাল হয়েছে। ভিডিওতে ঐন্দ্রিলাকে লাল রঙের আনারকলিতে দেখা গিয়েছে। অন্যদিকে লাল শাড়ি ও সোনালী রঙের ডিজাইনার ব্লাউজে দেখা মিলেছে তন্বীর। তার খোঁপায় ছিল বেল ফুলের মালা। নিঃসন্দেহে দু’জনকেই দুর্দান্ত দেখাচ্ছিলো। উল্লেখ্য, ‘সোনার সংসার অ্যাওয়ার্ডস’এ মিঠাই পরিবারের প্রায় সকল মেয়েরাই লাল রঙের পোশাকে সজ্জিত ছিলেন।কয়েকমাস আগে যখন নীপার পা ভেঙে যায়, তখন তার ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনায় তাকে অনেক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তবে সম্প্রতি নীপাকে আবারো আগের অবস্থায় দেখতে পেয়ে খুশি তার ভক্তরাও। আবার অনেকে তাকে সাবধানে নাচার পরামর্শ দিয়েছেন, কারণ সদ্যই তিনি সুস্থ হয়ে উঠেছেন। তবে বলাই বাহুল্য, অভিনেত্রীর এই নাচের ভিডিও দেখে রীতিমতো উচ্ছ্বসিত তার ভক্তরা। রিল ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে সবটা।
‘ঢোলিড়া’ গানের তালে পর্দার বড় বৌদির সাথে নাচলো নীপা, উচ্ছ্বসিত ভক্তরাও
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পর্দার নীপা অর্থাৎ ঐন্দ্রিলা সাহা। জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকে মোদক বাড়ির সবথেকে ছোট সদস্য সে। মিঠাইয়ের পাশাপাশি নীপাও মজার মজার কথা বলে মাতিয়ে রাখে গোটা পরিবারকে। তবে…

আরও পড়ুন