আইপিএলের আসরে আবার দেখা যাবে শ্রীলংকার অন্যতম সেরা পেস বোলার লাসিথ মালিঙ্গাকে। সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের জন্য বড় দায়িত্ব পালন করবেন মালিঙ্গা। ২০১৯ সালে শেষবারের মতো ভারতীয় প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মাঠে নেমেছিলেন শ্রীলংকান কিংবদন্তি বোলার। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে সাথে সমস্ত রকম ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন ২০২১ সালে। তবে সেই অবসর ভেঙে আবারো ক্রিকেটজগতে প্রত্যাবর্তন করতে চলেছেন লাসিথ মালিঙ্গা।
লাসিথ মালিঙ্গা, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে চারটি আইপিএল শিরোপা জিতেছেন। শেষবার মুম্বাইয়ের জার্সিতে ২০১৯ মরশুমে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে, মালিঙ্গা আইপিএলের ইতিহাসে ১৭০টি ডিসমিসাল সহ আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী তিনি। পৃথিবীর অন্যতম সেরা পেসার এবার রাজস্থান রয়্যালসের গ্যালারিতে সময় কাটাবেন আইপিএলের মরশুমে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাদের জানিয়ে রাখি, ২০২২ আইপিএলের জন্য লাসিথ মালিঙ্গাকে রাজস্থান রয়্যালস তাদের প্রধান পেস বোলিং কোচ হিসেবে নিয়োজিত করেছে। অর্থাৎ রাজস্থানের পেস বোলিং ব্যাটন থাকবে লাসিথ মালিঙ্গার হাতে। আসন্ন আইপিএলের আসরে ২৯শে মার্চ প্রথমবারের জন্য মাঠে নামবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামতে চলেছে সানরাইজ হায়দ্রাবাদ। এটি রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ হলেও আইপিএলের পঞ্চম ম্যাচ। সঞ্জু স্যামসনকে অধিনায়ক করে আবারো টুনামেন্ট কাঁপাতে চলেছে আইপিএলে প্রথমবারের শিরোপা জয়ী দল রাজস্থান রয়্যালস।