Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অ্যালেক্স হেলসের পরিবর্তক ক্রিকেটারের নাম ঘোষণা করল KKR, দলে যুক্ত হতে চলেছেন এই বিধ্বংসী ক্রিকেটার

২০২২ আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে সবকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরিবর্তক খোঁজা শুরু করেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বর্তমানে পাকিস্তান সফরে ব্যস্ত থাকায় দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী সব…

Avatar

২০২২ আইপিএলের মেগা আসর শুরু হওয়ার পূর্বে সবকটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পরিবর্তক খোঁজা শুরু করেছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বর্তমানে পাকিস্তান সফরে ব্যস্ত থাকায় দুশ্চিন্তায় রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী সব ফ্র্যাঞ্চাইজি। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বর্তমানে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলা ভারতীয় প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার পূর্বে আইপিএলের প্রায় ৫০% খেলা শেষ হয়ে যাবে।

সূত্রের খবর, অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের অকাল প্রয়াণে শোকসভার আয়োজন করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৩০ মার্চ আয়োজন করা হবে সেই সভা। আপনাদের জানিয়ে রাখি, ৫ই এপ্রিল ক্রিকেট অস্ট্রেলিয়া সমস্ত ক্রিকেটারদের আইপিএল খেলার জন্য অনুমতি দিয়েছে। তবে ভারতে এসে বিসিসিআই-এর নিয়ম অনুসারে আরো পাঁচ দিনের জন্য করেনটাইম পিরিয়ড কাটাতে হবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সে ক্ষেত্রে আইপিএলের প্রথমার্ধে থাকতে পারবেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে পাকিস্তান সফর থেকে ছাড়া পেয়েছেন অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মেগা নিলামে কেনা অ্যালেক্স হেলসের পরিবর্তক হিসাবে অ্যারন ফিঞ্চকে প্রথম একাদশে জায়গা দিতে চলেছে তারা। আইপিএলের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তাই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে নাইট শিবির।

About Author