ভিডিওতে আরও দেখা গিয়েছে, তিনি অনুষ্ঠান থেকে বেরোবার সময় যখন পাপারাজিৎদের ক্যামেরার সামনে এলেন তখন অন্য আরেক মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন। সম্ভবত তিনি তার ব্যক্তিগত টিমের কেউ একজন। ছবি তোলার আগে ক্যামেরাম্যানদের একটু অপেক্ষা করতে বলেন তিনি। এরপরই সেই মহিলা এসে তার শাড়ি ঠিক করে দেন এবং তিনি একাধিক পোজ দেন ছবির জন্য। উল্লেখ্য, অনুষ্ঠানের দিন অভিনেত্রীকে কালো নেটের শাড়িতে দেখা গিয়েছে। এই শাড়িতে অভিনেত্রীকে রীতিমতো লাস্যময়ী লাগছিল, তা বলাই বাহুল্য। তার ভক্তরা তার রূপে আবারো মুগ্ধ হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।সাধারণেরা নিজেদের পছন্দের তারকাদের সুন্দর সুন্দর ছবি দেখতে পছন্দ করেন। তারকারও তাদের ভক্তদের নিরাশ করেন না। তবে সেই সুন্দর ছবি তুলতে তারকাদের যে রীতিমতো কসরত করতে হয়, তা বলাই বাহুল্য। এদিন কারিশ্মা কাপুরের ছবি তোলার আগে আড়ম্বর দেখেই তা আবারো প্রমাণিত হল।
কালো নেটের শাড়িতে লাস্যময়ী করিশ্মা কাপুর, ছবি তোলার জন্য যা করলেন অভিনেত্রী… রইল ভিডিও
কারিশ্মা কাপুর বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি নব্বইয়ের দশকে রীতিমতো ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন। বহু নামিদামি তারকার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। সম্প্রতি মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত থাকতে দেখা…

আরও পড়ুন