Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বৌদির পিঠে স্পর্শ দেওরের! তারপর যা হল!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমরা সকলেই জানি ঈশান খট্টর শাহিদ কাপুরের ভাই। মীরা কাপুর সম্পর্কে তার বৌদি । আমরা সকলেই জানি এদের মধ্যে সম্পর্ক খুব ভালো। সোশ্যাল…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমরা সকলেই জানি ঈশান খট্টর শাহিদ কাপুরের ভাই। মীরা কাপুর সম্পর্কে তার বৌদি ।

আমরা সকলেই জানি এদের মধ্যে সম্পর্ক খুব ভালো। সোশ্যাল মিডিয়ায় দাদা ও বৌদির সঙ্গে ঈশানের ঘনিষ্ঠ সম্পর্কের অনেক ছবি দেখা গিয়েছে। সম্প্রতি বৌদি মীরা কাপুরের সঙ্গে ঈশানের একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী দেওর ঈশান ও বৌদি মীরা কাপুর ক্লাবে একটি অনুষ্ঠানে একত্রে গিয়েছিলেন। সেখানে ফটোগ্রাফারদের অনুরোধ মেনে তারা ছবি তোলার জন্য পোজও দেন।

কিন্তু নৈশভোজ সেরে বেরোনোর পথে তারা ফের ফটোগ্রাফারদের সম্মুখীন হন এবং ঈশান বৌদির হাত ধরে ছবি তুলতে গিয়েই বাঁধে বিপত্তি। ভাইরাল হওয়া এই ভিডিওটিতে চোখে পড়ছে দেওর ঈশান যখন বৌদি মীরার পিঠে হাত দিয়ে ছবি তুলতে যায় তখনই মীরা সেই হাতটি সরিয়ে দেয়। এরপরে মীরা সোজা গাড়ির দিকে রওনা হয়। ঈশানও সেই গাড়িতে গিয়ে বসে।

এই ঘটনা নিয়ে অনেকে অনেক মত প্রকাশ করেছেন। কারোর মতে দেওরের স্পর্শ মীরার অপছন্দ ছিল। আবার কারো মতে হয়তো মীরার কোথাও যাওয়ার জন্য খুব ব্যস্ততা ছিল। এই কারণেই হয়তো দেওর ঈশানের হাতটি তিনি সরিয়ে নেন। এছারাও অনেকেই এই ভিডিও নিয়ে মজা করেছেন।

About Author