Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রমোশনের সময় চমৎকার পোজ, ভিডিও ভাইরাল হতেই ট্রোলড হলেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' আলিয়া ভাটের জীবনের একটি মাইলফলক হয়ে রয়ে যাবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এই ছবি রীতিমতো প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রশংসা পেয়েছে বলিউডের অন্দরেও। উল্লেখ্য, এই…

Avatar

সঞ্জয় লীলা বানশালী পরিচালিত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ আলিয়া ভাটের জীবনের একটি মাইলফলক হয়ে রয়ে যাবে, তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই এই ছবি রীতিমতো প্রশংসিত হয়েছে দর্শকমহলে। প্রশংসা পেয়েছে বলিউডের অন্দরেও। উল্লেখ্য, এই ছবির প্রচারের জন্যই সাদা রঙের পোশাককেই বেছে নিয়েছেন অভিনেত্রী। এই ছবির সমস্ত প্রচারে অভিনেত্রীকে সাদা রঙের বিভিন্ন ধরনের পোশাকে দেখা গিয়েছে, যা খুব স্বাভাবিকভাবেই নজর কেড়েছে সাধারণের। তবে সম্প্রতি মুম্বাইতে একটি জায়গায় ছবির প্রচারের জন্যই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই তিনি ধরা দিয়েছেন পাপারাজিৎদের ক্যামেরায়। এদিন তার লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো ট্রোলড হয়েছেন তিনি।

ইনস্টাগ্রামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে অভিনেত্রীর এই ভিডিওটি। যেখানে অভিনেত্রীকে একটি ডিপনেক শর্ট ড্রেসে দেখা গিয়েছে। সাথে একটি সাদা রঙের ব্লেজার পরেছিলেন তিনি। পায়ে ছিল স্টিলেটো, কানে ছিল মানানসই দুল, হস্টেল বেঁধে, হালকা মেকাপে পাপারাজিৎদের ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। আর এরপর থেকেই নেটিজেনদের একাংশের মাঝে রীতিমতো কটাক্ষে শিকার হতে থাকেন আলিয়া ভাট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কারোর মতে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নকল করেন। আবার কারোর মতে এই ভিডিওতে বাস্তবের ছাপ স্পষ্ট। অন্য আরেকজন বলেছেন, তিনি মেকাপ ছাড়াই চলে এসেছেন প্রকাশ্যে। এছাড়াও একাধিক অপ্রীতিকর মন্তব্য দেখা গিয়েছে ভিডিওর কমেন্টবক্সে। তবে অভিনেত্রীকে এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনোরকম মন্তব্য করতে দেখা যায়নি। এই ধরনের ট্রলিংকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। কারণ বলি ডিভাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে প্রায়ই। অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীর ভক্তরা সবসময়ের মতোই প্রশংসায় ভরিয়েছেন তাকে। তবে সম্প্রতি এই ভিডিওকে কেন্দ্র করেই পুনরায় মিডিয়ায় চর্চিত হলেন তিনি।

আলিয়া ভাট অভিনীত গঙ্গুবাই বক্সঅফিসে ভালোই সাড়া ফেলেছে, তা স্পষ্ট। তবে এরপর অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। এছাড়াও ‘রকি অ্যান্ড রানি কি লাভ স্টোরি’তে রণবীর সিংয়ের বিপরীতে দেখা মিলবে অভিনেত্রীর। আপাতত অভিনেত্রীর অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।

About Author