Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের একসঙ্গে অরুনিতা-পবনদীপ, প্রকাশ্যে আসতেই ভাইরাল ছবি

গতবছর আগস্ট মাসে শেষ হয়েছে 'ইন্ডিয়ান আইডল'। সেই ইন্ডিয়ান আইডলের বিজেতা ছিলেন পাহাড়ি ছেলে পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে বিচারকদের এই সিদ্ধান্তে কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছিলেন…

Avatar

গতবছর আগস্ট মাসে শেষ হয়েছে ‘ইন্ডিয়ান আইডল’। সেই ইন্ডিয়ান আইডলের বিজেতা ছিলেন পাহাড়ি ছেলে পবনদীপ রাজন। দ্বিতীয় হয়েছিলেন বাংলার মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। তবে বিচারকদের এই সিদ্ধান্তে কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছিলেন বাংলার মানুষ। তবে বিচারকদের সিদ্ধান্ত নিয়ে কখনোই কোনো রকম ক্ষোভ ছিল না তার মনে। তবে মাঝে বেশ কিছুটা সময় তাদের নিয়ে কোনোরকম আলোচনা হয়নি মিডিয়ায়। তবে সম্প্রতি নিজেদের ছবির জন্যই আবারো চর্চায় অরুদীপ।

ইন্ডিয়ান আইডল চলার সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল মিডিয়াতে। তবে এই প্রসঙ্গে তাদের কাছে যতবার প্রশ্ন রাখা হয়েছে তারা সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা শুধুমাত্র বন্ধু। তবে তাদের ভক্তদের পাশাপাশি নেটিজেনরা সেই কথা বিশ্বাস করতে নারাজ। সম্প্রতি তাদের বিশ্বাসে ঘি ঢাললো অরুদীপের বেশ কিছু ছবি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে তারা রালিজ, নর্থ কারোলিনা’তে রয়েছেন। সম্প্রতি ড্রামার তুষার কার্মা অরুনিতা ও পবনদীপের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ার পাতায়। তাদের ভক্তরা এখন নিশ্চিত তারা একসাথেই রয়েছেন। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের আলাদা আলাদাভাবে ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। ভক্তদের ধারণা, তারা জানতে দেননি তারা একসাথে একই জায়গায় রয়েছেন। তবে ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে নেটপাড়ায়। উল্লেখ্য, তাদের সাথে সেখানে সাইলি কম্বলে ও মহম্মদ দানিশও রয়েছেন।

সম্ভবত কোনো লাইভ পারফর্ম্যান্সের জন্যই রালিজে গিয়েছেন তারা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার বিদেশের বিভিন্ন জায়গায় গান গেয়ে মানুষের মন জয় করেছেন এই তরুণ সঙ্গীতশিল্পীরা। খুব অল্পসময়ের মধ্যেই এই গায়ক-গায়িকারা দেশ-বিদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছেন নিজেদের কন্ঠের জোরে। সম্প্রতি মহম্মদ দানিশ নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে চারজনের একটি মজাদার রিল ভিডিও শেয়ার করেছেন। যেখানে চারজনকে একসাথে রালিজের রাস্তায় মজা করতে দেখা গিয়েছে। তবে মোদ্দা কথা হল অরুনিতা ও পবনদীপকে পুনরায় একসাথে দেখতে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত তাদের অগণিত ভক্তরা, তা ভাইরাল হওয়া ছবিতে তাদের মন্তব্য দেখেই স্পষ্ট হয়েছে।

About Author