Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Gouri Elo: দাদাগিরির মঞ্চে উপস্থিত ‘গৌরী এল’র কলাকুশলীরা, পর্দার গৌরীর বয়স জেনে অবাক দাদা

গত রবিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিল 'গৌরী এল'র একাধিক কলাকুশলীরা। চলতি মাস থেকেই জি বাংলার পর্দায় শুরু হলো নতুন ধারাবাহিক 'গৌরী এল'। আর এদিন ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন তারা। এই ধারাবাহিকে…

Avatar

গত রবিবার দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিল ‘গৌরী এল’র একাধিক কলাকুশলীরা। চলতি মাস থেকেই জি বাংলার পর্দায় শুরু হলো নতুন ধারাবাহিক ‘গৌরী এল’। আর এদিন ধারাবাহিকের প্রচারেই এসেছিলেন তারা। এই ধারাবাহিকে নায়ক-নায়িকার দুজনেই নতুন মুখ। তবে এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন মেঘনা মাইতি। এদিন দাদাগিরির মঞ্চে তার বয়স শুনে রীতিমতো চমকে গেলেন দাদা নিজেও।

ধারাবাহিকের নায়িকা মেঘনাকে এর আগেও দর্শকরা দেখেছেন টেলিভিশনের পর্দায় ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে। সেখান থেকেই ধারাবাহিকের পর্দায় সুযোগ পেয়েছে পর্দার গৌরী। এদিন দাদাকে নিজের ব্যাপারে জানিয়েছে সে। বহরমপুর মুর্শিদাবাদে বড় হয়ে উঠেছে সে। তবে বর্তমানে শুটিংয়ের জন্য কলকাতায় থাকছেন তিনি। কাশীশ্বরী গার্লস স্কুলেই পড়াশোনা করছে সে। সে এখন সবে ক্লাস টেন। এই ধারাবাহিকে মেঘনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে। তিনি পুরুলিয়ার বাসিন্দা। এটি তারও প্রথম কাজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধারাবাহিকের গল্প অনুযায়ী, এক বাস দুর্ঘটনায় মারা যায় গৌরীর বাবা-মা। সেই বাস দুর্ঘটনা একমাত্র বেঁচে যায় এক একরত্তি। সেখান থেকে এক পুরোহিত তাকে তুলে নিয়ে এসে মানুষ করে। সে ভীষণভাবে কালী ভক্ত। হঠাৎ করেই একদিন সে এসে পরে এক বনেদি বাড়িতে। যেখানে ঘোমটা কালীর পুজো হয়। সেখানে প্রথমে ঢোকার অনুমতি না পেলেও তার গানের সুরে খুলে যায় দরজা। এরপর সে গান গাইতে গাইতে মায়ের আরতি করে। আরতি শেষে এসে মুখোমুখি হয় ঐ বাড়ির ডাক্তার ছেলের সাথে অর্থাৎ নায়েকের সাথে। আর তখনই ঘোমটা কালীর ঘোমটা উঠে যায়, আর এই ঘটনাতে অবাক হয়ে পড়েন সকলেই। এরপর গল্প কিভাবে এগোবে? কিভাবেই বা গৌরী ঐ বাড়ির সাথে জড়িয়ে পরবে? তা দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মেঘনা মাইতি ও বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে। এছাড়াও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায়, শ্রীতমা রায়চৌধুরীর মতো একাধিক কলাকুশলীরা। উল্লেখ্য, এই ধারাবাহিকের পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

About Author