গত ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরে আসন্ন আইপিএলের মেগা আসর উপলক্ষে মেগা অকশনের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেশি ও বিদেশি ক্রিকেটার মিলিয়ে মোট ৫৯০ জন ক্রিকেটারের নাম উঠেছিল নিলামে। যার মধ্যে ২০৪ জন এমন ক্রিকেটার রয়েছেন, যারা কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলার সুযোগ পেয়েছেন। যার মধ্যে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন জেসন রয়। আপনাদের জানিয়ে রাখি, আগামী ২৬শে মার্চ আইপিএলের ১৫তম আসরের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।IPL 2022. pic.twitter.com/fZ0LofBgSE
— Jason Roy (@JasonRoy20) March 1, 2022
Jason Roy: আইপিএল ছাড়লেও পিএসএল খেলেছেন জেসন রয়
ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলের মেগা আসরে মাঠে নামার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এসে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়। বিষয়টি…

আরও পড়ুন