Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রোহনপ্রীতকে বিয়ের জন্য শর্ত দিয়েছিলেন নেহা কক্কর, স্বামীর এক উত্তরে সম্পর্ক শেষ

গতবছর বলিউডের একঝাঁক তারকা হইচই করে সাত পাকে বাঁধা পড়েছেন। তাঁদের মধ্যেই অন্যতম নেহা কক্করের নাম। গত বছর অক্টোবর মাসে হঠাৎ করেই উঠতি পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সাথে বিবাহ বন্ধনে…

Avatar

গতবছর বলিউডের একঝাঁক তারকা হইচই করে সাত পাকে বাঁধা পড়েছেন। তাঁদের মধ্যেই অন্যতম নেহা কক্করের নাম। গত বছর অক্টোবর মাসে হঠাৎ করেই উঠতি পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্যতম জনপ্রিয় বলি গায়িকা নেহা কক্কর। এই বিয়ে নিয়ে কম হইচই হয়নি সোশ্যাল মিডিয়াতে। আর বিয়ের পরও এই মিষ্টি জুটির ভালোবাসার বিভিন্ন কিউট মুহূর্তের ছবি বা ভিডিও রাজ করে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তবে সম্প্রতি এক জনপ্রিয় টেলিভিশন শো তে গিয়ে নিজের বিয়ের সম্বন্ধে এক রহস্য ফাঁস করেছেন নেহা।

সোনি টিভি চ্যানেলে সম্প্রচারিত “দ্য কপিল শর্মা শো” ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই শোয়ের টিআরপি শীর্ষে রয়েছে। কপিল শর্মা এবং অন্যান্যদের তুখোড় কৌতুক অভিনয় এই শোয়ের প্রাণ। এই জনপ্রিয় “দ্য কপিল শর্মা শো” তে মাঝে মাঝেই বিভিন্ন নতুন সিনেমার প্রমোশনের জন্য অভিনেতা অভিনেত্রীরা আসেন। এমন কোনো সেলিব্রিটি নেই যারা এই শোতে আসেননি। এই শোতে এসে অনেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তের গল্প অনুরাগীদের সাথে শেয়ার করেন। সম্প্রীতি এতেই গিয়েছিলেন নেহা এবং তার স্বামী রোহনপ্রীত। কালো সবুজ পোশাকে এদিন ম্যাচিং করে সেজেছিলেন এই নতুন দম্পতি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই শোতেই নেহা কক্কর জানান যে রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছর বয়সে বিয়ের বন্ধনে বাধার কোন ইচ্ছা ছিল না তার। কিন্তু সেই সময় ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে নেহার প্রেম করার সময় ছিল না। সে একেবারে বিয়ে করার জন্য পাত্র খুঁজছিলেন। রোহনপ্রীত প্রপোজ করলে তিনি জানিয়ে দেন যে প্রেম না করে সরাসরি বিয়ে করবেন তিনি। এই সময় আর কিছুদিন রোহনের সাথে কথা হয়নি নেহার। কিন্তু হঠাৎই একদিন মদ্যপ অবস্থায় রোহনপ্রীত নেহাকে ফোন করে বিয়ের প্রস্তাব জানায়।

নেহা প্রথমে ব্যাপারটি সিরিয়াসলি না নিলেও পরের দিন এসে রোহনপ্রীত আবারও নেহাকে বিয়ে করবেন বলে প্রস্তাব দেন। ব্যাস আর কি। তারপর তো ধুমধাম করে বিয়ের পর্ব সেরে ফেলেন রোহন নেহা। প্রসঙ্গত উল্লেখ্য, আগস্ট মাসে ‘নেহু দ্য বিহা’ মিউজিক ভিডিওর শুটিং এর সময় দেখা হয় এই জুটির। ভিডিও শুট করতে করতে এখন একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে রোহন নেহা। বিয়ের এতদিন পরও তাঁদের ছবি দেখলে মনে হয় তারা যেন নবদম্পতি জুটি।

About Author