বর্তমানে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন ধারাবাহিক এবং রিয়েলিটি শো। হিন্দি, বাংলা এবং একাধিক আঞ্চলিক ভাষায় এই সমস্ত ধারাবাহিক বা রিয়েলিটি শো হয়ে থাকে। বাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয় জি বাংলা এবং স্টার জলসার বিভিন্ন ধারাবাহিক। সম্প্রতি জি বাংলার পর্দায় একটি নতুন ধারাবাহিক এসেছে। ওই নতুন সিরিয়ালটির নাম, “লক্ষ্মী কাকিমা সুপারস্টার”। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
টলি জগতের অপরাজিতা আঢ্যকে চেনে না এমন মানুষের সংখ্যা খুবই কম হবে। দুর্দান্ত অভিনয় এবং পাশাপাশি মনের দিক থেকে খুব ভালো মানুষ হওয়ার জন্য তিনি প্রচন্ড জনপ্রিয়। লাখ লাখ অনুরাগীর ভালোবাসায় আজ তিনি প্রায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। বয়স যেন অভিনেত্রীর কাছে কেবল একটি সংখ্যা। বয়স বাড়লেও প্রভাব পড়েনি অভিনেত্রীর গ্ল্যামারে। সম্প্রতি ৪৪ বছর বয়সে পা দিয়েছেন তিনি এবং বহু যুগ পর আবার “লক্ষ্মী কাকিমা সুপারস্টার” ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ফিরেছেন তিনি। প্রোমো রিলিজ হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছিল সিরিয়ালটি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowধারাবাহিকটি শুরু হওয়ার প্রথম থেকেই পাকাপোক্ত জায়গা করে নিয়েছে টিআরপি তালিকা। সম্প্রতি ধারাবাহিকের শুটিংয়ের কাজে ব্যস্ত অপরাজিতা। অভিনয়ের পাশাপাশি বেশ নাচেও পারদর্শী লক্ষ্মী কাকিমা। অপরাজিতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি নাচের ভিডিও পোস্ট করেছেন যা বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ধারাবাহিকের দুই চরিত্রের সাথে লক্ষ্মী কাকিমার সাজে আঁচল কোমরে গুঁজে অপরাজিতা আঢ্য বলিউডের আইটেম গান, “কাভি ইয়ার কাভি পেয়ার” গানে তুমুল নাচ করছেন। নাচের পাশাপাশি অভিনেত্রীর মনমাতানো এক্সপ্রেশন ঘায়েল করেছে নেটবাসীদের।
প্রসঙ্গত উল্লেখ্য, “লক্ষ্মী কাকিমা সুপারস্টার” সিরিয়ালে লক্ষ্মী কাকিমা ঘর সামলানোর পাশাপাশি নিজের মুদিখানার দোকান চালান। একেবারে দশভুজার মত কাজ করে গোটা সংসারকে বেঁধে রেখেছেন। রাতদিন খাটাখাটনির পরও ক্লান্তি নেই তার। গোটা একান্নবর্তী পরিবার নিজে এক হাতেই চালান তিনি। এমনকি পাওনাদারের টাকা, বাড়ি সরানোর বিশাল অঙ্কের টাকার লোন বা পরিবারের ভরণ-পোষণ, সবকিছুতে একমাত্র ভরসা এই লক্ষ্মী কাকিমা।
View this post on Instagram