Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

KKR: কোন দলের সাথে দুটি এবং কোন দলের সাথে একটি ম্যাচ খেলবে কলকাতা, দেখুন এক নজরে

অবশেষে আইপিএলের চক্র পরিবর্তন করে নতুন নিয়মে খেলার আয়োজন করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু'টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে।…

Avatar

অবশেষে আইপিএলের চক্র পরিবর্তন করে নতুন নিয়মে খেলার আয়োজন করতে চলেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। আইপিএল ২০২২-এর নতুন নিয়ম অনুযায়ী ১০টি দলকে ৫টি করে দলের দু’টি ভার্চুয়াল গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল নিজের গ্রুপের বাকি চারটি দলের বিরুদ্ধে ২টি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের ১টি দলের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নামবে। অন্য গ্রুপের বাকি ৪টি দলের বিরুদ্ধে খেলতে হবে ১টি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্যায় থেকে সেমিফাইনালে উঠতে গেলে কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে।

আগামী ২৬শে মার্চ আইপিএলের প্রথম খেলা মাঠে গড়াবে। ইতিমধ্যে কোন ক্রিকেট গ্রাউন্ড কটি করে ম্যাচ আয়োজন করার অনুমতি পাবে সেটি স্পষ্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এছাড়া দশটি ফ্র্যাঞ্চাইজিকে দুটি গ্রুপে বিভাজন করা সম্পন্ন করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। জয়ের নিরিখে যে দল এগিয়ে রয়েছে তাদেরকে দুটি ভাগে বিভক্ত করে করা হয়েছে দুটি শক্তিশালী গ্রুপ। এক নজরে দেখে নিন কোন গ্রুপে কে রয়েছে-

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গ্রুপ:-এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।

গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।

সুতরাং ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাদের গ্রুপে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়েলস দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলবে। এছাড়া গ্রুপ-বি তে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে কলকাতা।

About Author