Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘উফফ, তোমায় দেখে গলে গেলাম’, নেহার অসম্ভব সুন্দর ডান্স দেখে মুগ্ধ স্বামী রোহনপ্রীত

ভারতীয় গায়িকাদের তালিকায় নেহা কক্করের নাম সর্বদাই প্রথম সারিতে থাকে। জীবনে অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা সময় উত্তরাখণ্ডের এক…

Avatar

ভারতীয় গায়িকাদের তালিকায় নেহা কক্করের নাম সর্বদাই প্রথম সারিতে থাকে। জীবনে অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা সময় উত্তরাখণ্ডের এক কামরার ঘরে তাঁর পুরো পরিবার থাকত। মাত্র ৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। প্রথমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন এবং আরতির গান গাইতেন তিনি। বর্তমানে সেসব অতীত। নেহা এবং তার ভাই টনি দুজনেই আজকালকার দিনে জনপ্রিয় গায়ক গায়িকা। সোশ্যাল মিডিয়াতে তাঁদের ফ্যান ফলোয়ার কম নেই।

নেহা কক্কর এমনই একজন ভারতীয় জনপ্রিয় গায়িকা যার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বর্তমানে ফলোয়ার সংখ্যা ৬৭.৯ মিলিয়ন। সংখ্যাটা দেখেই বুঝতে পারছেন নেহা কক্করের ফ্যানের সংখ্যা কত। আর নেহা কক্কর বরাবর সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। ফ্যানদের জন্য তিনি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ভিডিও বা ফটো শুটের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে নেহা কক্কর, তাঁর নতুন গান “মুড মুড কে” এর তালে লাস্যময়ী ভঙ্গিতে তুমুল নাচ করছেন। তাঁর পরনে রয়েছে একটি হালকা সবুজ রঙের ক্রপ টপ ও চকচকে সবুজ ট্রাউজার। পোশাকের পাশাপাশি মানানসই ভাবে চোখে মেক-আপ করেছেন তিনি এবং সেইসাথে চুল কার্ল করেছেন। নেহা কক্কর গানের তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন দিয়ে গানের স্টেপ করেছেন। এই ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে ইতিমধ্যেই ৭ লাখের কাছাকাছি লাইক আছে। এছাড়া অগুনতি নেটিজেন ভিডিওতে কমেন্ট করেছেন। তার মধ্যেই নেহা কক্করের স্বামী রোহনপ্রিতের কমেন্ট করে বলেছেন, “উফ! একটা কথা বলতে পারি, তোমায় দেখে গলে গেলাম।” এছাড়াও এই ভিডিওতে জনপ্রিয় গায়ক টনি কক্কর প্রশংসা করে কমেন্ট করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট নেহা কক্করের ওই ভিডিও।

About Author