সম্প্রতি এই বিমান সেবিকা মাঝ আকাশে নিজের ইউনিফর্মেই সঞ্জয় লীলা বনসালি পরিচালিত আসন্ন ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র জনপ্রিয় গান ‘ঢোলিড়া’র সাথে জমিয়ে নাচলেন। এই গানের সিগনেচার স্টেপ হুবহু নকল করেছেন তিনি। ছবিতে আলিয়া ভাট যে স্টেপগুলি করে দেখিয়েছেন সেগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন নিজের এই ইনস্টারিলে। সম্প্রতি ‘ঢোলিড়া’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে আবারো নেটদুনিয়ায় নেটিজেনদের একাংশের মাঝে রীতিমত ভাইরাল হয়েছেন উমা মীনাক্ষী।
মাঝ আকাশে ‘গঙ্গুবাই’ গানে উদ্দাম নাচ বিমান সেবিকার, ভাইরাল ভিডিও
চলতি মাসের ২৫'শে ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বানশালী পরিচালিত 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। গাঙ্গুবাই ছবিতে গাঙ্গু…

আরও পড়ুন