Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: সিদ্ধার্থের বদলে বাস্তবে মিঠাইকে ‘আই লাভ ইউ’ বলল অন্য কেউ, জানুন তার পরিচয়

ইতিমধ্যেই জি বাংলার 'মিঠাই' ধারাবাহিকে সিদ্ধার্থ ও মিঠাইয়ের অনস্ক্রিন প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছে। পাহাড়ে গিয়ে মিঠাইকে বুকে টেনে নিয়ে 'আই লাভ ইউ' বলেছে সিদ্ধার্থ। তবে মিঠাইও পিছিয়ে থাকেনি, সেও…

Avatar

ইতিমধ্যেই জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থ ও মিঠাইয়ের অনস্ক্রিন প্রেম পর্ব শুরু হয়ে গিয়েছে। পাহাড়ে গিয়ে মিঠাইকে বুকে টেনে নিয়ে ‘আই লাভ ইউ’ বলেছে সিদ্ধার্থ। তবে মিঠাইও পিছিয়ে থাকেনি, সেও হল্লা পার্টির সকলের সামনে হাঁটু গেড়ে বসে সিদ্ধার্থকে প্রেম নিবেদন করেছে। পাহাড়ের বুকে ধারাবাহিকের পর্দায় মিঠাই ও সিদ্ধার্থের প্রেম পর্ব শুরু হতে না হতেই রীতিমতো উচ্ছ্বসিত ধারাবাহিক অনুরাগীরাও।

ধারাবাহিকের গল্প অনুযায়ী ইতিমধ্যেই দাদাই ও ঠাম্মির পাশাপাশি হল্লা পার্টি ফিরে এসেছে কলকাতার মনোহরায়। আর সেখানে ফিরেই সিদ্ধার্থের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা ভিকট্রি কাপ। কারণ অবশেষে সে নিজের মনের কথা বুঝতে পেরেছে। কাপ হাতে নিয়ে সে সকলের সামনে আবারও মিঠাইকে বলেছে দাদাই-ঠাম্মির মত সেও মিঠাইয়ের সাথে বুড়ো হতে চায়। যা শুনে মিঠাই রীতিমতো লজ্জায় লাল হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ধারাবাহিকের এমন গদগদ প্রেম কাহিনীকে টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় সরাসরি পর্দার মিঠাইকে অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুকে ‘আই লাভ ইউ’ বলল অন্যকেউ। সে আর কেউ নয়, এক একরত্তি। সোশ্যাল মিডিয়ার পাতায় মিঠাইয়ের উদ্দেশ্যে সে বলেছে, সে মিঠাইকে খুব ভালোবাসে। এমন ভালবাসার কথা জানতে পারলে উত্তর না দিয়ে থাকা যায় না। তাই তার ভালোবাসার উত্তরে মিঠাই তাকে ‘আই লাভ ইউ টু’ লিখে পাঠিয়েছে। এই একরত্তির সাথে মিঠাইয়ের এই ভালোবাসার আদান-প্রদান পছন্দ হয়েছে অভিনেত্রীর অনুরাগীদেরও।

বাংলা টেলিভিশন জগতে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী হয়ে উঠেছেন সৌমিতৃষা কুন্ডু। মিঠাই চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে এক অন্য মাত্রায় জনপ্রিয়তা এনে দিয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। বর্তমানে পর্দার মিঠাইয়ের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

About Author