ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : আদা বহুগুণ সম্পন্ন স্বাস্থ্যকর একটি আনাজ। আদাতে থাকা ব্যাকটেরিয়া বিরোধী ও ভাইরাস বিরোধী উপাদান বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি’, ম্যাগনেসিয়াম ও মিনারেলে ভরপুর আদা হজম শক্তি বৃদ্ধি করতে, লিভার পরিষ্কার রাখতে, অ্যাজমা ও হৃদরোগের সমস্যা সমাধানে বিশেষ উপকারী। আদার এই সকল গুনাগুন বিচার করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিয়মিত আদা চা পানের পরামর্শ প্রদান করেছেন। আসুন জেনে নেওয়া যাক আদা চা পানের কিছু উপকারিতা-
প্রথমতঃ আদাতে থাকা শক্তিশালী উপাদান গাঁটের ব্যথা কমাতে ও লিভার পরিষ্কার রাখতে বিশেষ উপযোগী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদ্বিতীয়তঃ আদা ঋতুস্রাবের ব্যথা কমাতে খুবই উপকারী। ঋতুস্রাবের সময় তলপেটে যে ব্যথা অনুভব হয়, সেই সময় আদা চা পান আরাম প্রদান করে।
তৃতীয়তঃ যাদের বমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আদা চা পান এই সমস্যা সমাধানের কার্যকরী ভূমিকা রাখে।
চতুর্থতঃ হৃদরোগের ঝুঁকি কমাতে ও রক্ত সঞ্চালন সঠিক রাখতে আদা উপকারী।