Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কোন অঙ্গ বড়ো হওয়ার কারণে মেয়েরা ভাগ্যবতী হয়? বিষয়টি আপনার অজানা থাকলে আজই জেনে নিন

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : হিন্দু-মুসলিম সমস্ত ধর্ম মিশিয়েই আমাদের দেশ। নানা ধর্মের মানুষ এখানে একত্রে বসবাস করে। নিজের পছন্দমতো জীবনযাপন করার অধিকার সমস্ত মানুষেরই রয়েছে । হিন্দু ধর্মে…

Avatar

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : হিন্দু-মুসলিম সমস্ত ধর্ম মিশিয়েই আমাদের দেশ। নানা ধর্মের মানুষ এখানে একত্রে বসবাস করে। নিজের পছন্দমতো জীবনযাপন করার অধিকার সমস্ত মানুষেরই রয়েছে ।

হিন্দু ধর্মে বলা হয় নারীদের সম্মান করা উচিত। যে নারীদের সম্মান করে তার উপর দেব দেবীর আশীর্বাদ থাকে। তেমনই কিছু অঙ্গের আকার দ্বারা নারীদের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেসব তথ্যগুলি মানুষ নিজেদের মধ্যে লুকিয়ে রাখে সেগুলো নাকি এর মাধ্যমে জানা সম্ভব হয়। বলা হয় যে নারীদের শরীরের কিছু কিছু অংশ যদি বড়ো হয় তাহলে তারা খুব ভাগ্যবতী হয়ে থাকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসুন তবে জেনে নিই সেই অঙ্গ গুলি কি কি–

১) বড়ো মাথা– যেসব নারীদের মাথা বড়ো হয়ে থাকে সেই সব নারীরা স্বামীর জীবনে সুখ এনে দেয়। যে সংসারে এই নারীরা যান সেই সংসার খুশিতে ভরে যায়।

২) লম্বা কান– যে সমস্ত নারীদের কান লম্বা হয় তাদের ভাগ্য খুব ভালো হয়।

৩) লম্বা গলা– একটি গ্রন্থে বলা হয়েছে যে যেসব নারীর গলা লম্বা হয় তারা সংসারের সুখ নিয়ে আসে। তাদের ভাগ্য অন্যদের তুলনায় অনেক ভালো হয়। কোনো বাড়ির মেয়ের যদি গলা লম্বা হয় তবে সেই মেয়েটি সংসারে সুখ এনে দেবে।

৪) গভীর নাভি– যাদের নাভি গভীর হয় তারা অত্যন্ত চালাক প্রকৃতির হয়। তারা যে সংসারে যাবে সেই সংসারে টাকা-পয়সার অভাব থাকবে না। এবং এরকম মহিলারা সবাইকে আনন্দ দেয়।

৫) লম্বা পা– যদি কোনো মহিলার পা লম্বা হয় তাহলে মানা হয় তার ওপর মাতা রাণীর আশীর্বাদ সর্বদা থাকে। এসব মহিলারাও খুব ভাগ্যবতী হয়।

About Author