সম্প্রতি এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তিনি ধীরে ধীরে অভিনেতাকে চিনছেন। একে অপরকে বুঝছেন সময় নিয়ে। তাদের আত্মা আলাদা হলেও তাদের মধ্যে মিল রয়েছে অনেক। এমন ক্যাপশন দেখে বোঝাই যাচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে।অভিনেত্রী যখন মা হয়েছিলেন, তখন বেশ কয়েকটা মাস ধরে সর্বদা নুসরাত জাহানের পাশে পাশেই দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। তখন নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও ঈশানের জন্মের পর প্রকাশ্য মিডিয়ার সামনে নুসরাত ও যশ দুজনেই স্বীকার করে নিয়েছেন একে অপরের সাথে তাদের সম্পর্কের কথা। এমনকি ঈশান যে তাদেরই সন্তান তাও তারা জোর গলায় জানিয়েছেন। জানা গিয়েছে জন্মের শংসাপত্র অভিনেতার পদবী লেখা হয়েছে।তারা নিজেদের ছেলেকে একটু বড় না হওয়া পর্যন্ত লাইমলাইটে আনতে চান না। তবে সেই নিয়েও কম কথা শুনতে হয়নি তাদের। এই প্রসঙ্গ নিয়ে চর্চা চলে এখনো। তবে তাতে যে তাদের কিছুই যায় আসে না তারা জানিয়ে দিয়েছেন। নিজেদের ছেলের জন্য তারা যেটা ভালো বলে মনে করবে সেটাই করবেন। সম্প্রতি ভালোবাসার দিনে একে অপরের সাথে ছবিও শেয়ার করতে দেখা দিয়েছে তাদের।
Yash-Nushrat: রাজস্থানে মধুচন্দ্রিমায় গেলেন যশ-নুসরাত? ধীরে ধীরে অভিনেতাকে চিনছেন তিনি
টলিউডের অন্যতম চর্চিত জুটি যশ ও নুসরাত। গতবছর থেকেই তাদের নিয়ে চর্চা চলে প্রায়ই। তাদের একসাথে থাকা নিয়ে, বাবা মা হওয়া নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনে। কিন্তু তারা কিছুতেই নিজেদের…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?