Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bigg Boss: বিগবসের সেটে আগুন! অনেক চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

চলতি বছরের জানুয়ারি মাসেই শেষ হয়েছে বিগবসের এবারের সিজন। বর্তমানে ফাঁকাই ছিল বিগবসের সেট। গত রবিবার হঠাতই আগুন লেগে যায় বিগ বসের সেটে। খবরটি চারিদিকে ছড়াতে বিশেষ সময় লাগেনি। মুম্বইয়ের…

Avatar

চলতি বছরের জানুয়ারি মাসেই শেষ হয়েছে বিগবসের এবারের সিজন। বর্তমানে ফাঁকাই ছিল বিগবসের সেট। গত রবিবার হঠাতই আগুন লেগে যায় বিগ বসের সেটে। খবরটি চারিদিকে ছড়াতে বিশেষ সময় লাগেনি। মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে অবস্থিত সালমান খানের বিগ বসের এই সুবিশাল সেট। আগুন লেগে যাওয়ার পর দমকল থেকে চারটি ইঞ্জিন এসেছিল আগুন নেভাতে।

মুম্বাই পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, সেট পুরোপুরি ফাঁকা থাকায় কেউ আহত কিংবা নিহত হননি। হঠাৎ কিভাবে আগুন লেগে গেল বিগবসের সেটে তা নিয়ে এখনো ধন্দ্বে সকলেই। বিগ বস সেটে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। ‘বিগ বস ১৫’র ফাইনাল হয়ে যাওয়ার পর বন্ধই ছিল সেট। তার মাঝে এমন ঘটনা কি করে ঘটল তাই ভেবে পাচ্ছেন না কেউই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘বিগ বস ১৫’এ ট্রফি নিয়ে বাড়ি গিয়েছেন তেজস্বী প্রকাশ। ট্রফির পাশাপাশি ৪০ লক্ষ টাকা পেয়েছেন তিনি। এই সিজনে তেজস্বীকে জোর টক্কর ও প্রতিযোগিতা দিয়েছে কারাণ কুন্দ্রা, প্রতীক সহজপাল, শমিতা শেট্টিরা। চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে, কালার্সের সুপার হিট শো ‘নাগিন’এর নতুন মুখ হতে চলেছে তেজস্বী। উল্লেখ্য, ‘নাগিন’ ধারাবাহিকের ষষ্ঠ সিজন সম্প্রচার হওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

About Author