বর্তমান প্রজন্মের কাছে রিলস্ বানানো একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখন কমবেশি সকলেই রিল ভিডিও বানিয়ে থাকেন। এই ধরনের ভিডিও বানিয়ে বর্তমান প্রজন্মের অনেকেই পরিচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আসলে সোশ্যাল মিডিয়াতে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে নেটিজেনদের কাছে। তারা নিজেদের অবসরের বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়াতেই কাটাতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হল ইনস্টাগ্রাম। যা এখনকার তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র তরুন প্রজন্ম নয় প্রবীণরাও ধীরে ধীরে আগ্রহী হয়ে পড়ছেন এই রিল ভিডিওর উপর।
গতবছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তি পেতে না পেতেই বক্সঅফিস রীতিমতো কাঁপিয়ে দিয়েছে এই ছবি। একাধিক ভাষাতেও মুক্তি পেয়েছে এই দক্ষিণী ছবি। তবে ছবির আগেও ছবির আইটেম গান রীতিমতো জনপ্রিয়তা পেয়েছে গোটা বিশ্ব জুড়ে। এই ছবির আইটেম গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’তে সামান্থা-রুথ-প্রভুর নাচ রীতিমতো পাগল করে দিয়েছে দর্শকদের। ইউটিউবে স্ট্রিমিং ভিডিওর সেরা ১০০’র তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে এই গান। ইউটিউবের তরফ থেকে জানানো হয়েছে এই তালিকা সম্পূর্ণ দর্শকদের পছন্দের উপর নির্ভর করেই বানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই গান এখন ট্রেন্ডিং। তারকা থেকে সাধারণ সকলেই এই গানের সাথে বানাচ্ছেন রিল ভিডিও।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
সম্প্রতি ‘শাড়ি ওয়ালি গার্ল’ নামক একটি ইনস্টা পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক যুবতী মহিলা নিজের ঘরের মধ্যেই এই গানের সাথে বানিয়েছেন ইনস্টারিল। তার ভিডিওটিতে ছিল পূর্ণ আবেদনের ছোঁয়া। তার পরনে ছিল সবুজ, লাল ও সাদার কম্বিনেশনে কটকি প্রিন্টের শাড়ি। সম্প্রতি এই ভিডিওটি নেটমাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের এই পেজটি থেকে এই ধরনের একাধিক ভিডিও শেয়ার করা হয়ে থাকে, তা এই পেজে চোখ রাখলেই স্পষ্ট হবে। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ৭ লাখের কাছাকাছি।