Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bachchan Family: সুখবর বচ্চন পরিবারে, ফের দাদু হলেন বলিউডের বিগ বি

বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় নাম অমিতাভ বচ্চন। নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন অভিনেতা। সেই থেকে তার পথ চলা শুরু। সেই যাত্রা জারি রয়েছে এখনো। বর্তমান যুগে দাঁড়িয়েও অমিতাভ বচ্চন…

Avatar

বলিউড ইন্ডাস্ট্রির একটা বড় নাম অমিতাভ বচ্চন। নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয় জগতে এসেছিলেন অভিনেতা। সেই থেকে তার পথ চলা শুরু। সেই যাত্রা জারি রয়েছে এখনো। বর্তমান যুগে দাঁড়িয়েও অমিতাভ বচ্চন নামটাই কাফি। একজন ভালো অভিনেতা হওয়ার পাশাপাশ তিনি নিজের পরিবারের একজন সক্রিয় সদস্যও বটে। ছেলে মেয়ে নাতনি নিয়ে তার ভরা সংসার। অভিষেক বচ্চন ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ্যা তাদের খুবই কাছের। আমি বচ্চন পরিবারে আবারও এল সুখবর। ফের দাদু হলেন বলিউডের বিগ বি। অবাক হচ্ছেন! তবে অবাক হলেও কথাটা সত্যি।

সম্প্রতি জানা গিয়েছে, বলিউড অভিনেতা কুনাল কাপুর বাবা হয়েছেন। তিনি অজিতাভ বচ্চনের জামাই, নয়নার স্বামী। অজিতাভ হলেন অমিতাভ বচ্চনের ভাই। সম্প্রতি টুইট বার্তায় নিজের বাবা হওয়ার কথা জানিয়েছেন কুনাল কাপুর। শুরু থেকেই নয়নার মা হওয়ার খবর খুব গোপনে রেখেছিলেন তারা। মিডিয়াকে আলোচনা করার বিশেষ সুযোগ দেননি। ২০১৫’তে অজিতাভ বচ্চনের মেরে নয়না সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কুনাল কাপুর। এবার তারা অভিভাবক হওয়ার স্বাদ পেলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি টুইট করে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন অভিনেতা। টুইট বার্তায় অভিনেতা লিখেছেন, তারা নিজেদের সকল শুভাকাঙ্খীদের জানিয়েছেন তারা পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন। তিনি নিজের সমস্ত শুভাকাঙ্খীদের কাছ থেকে আশীর্বাদ আশা করেছেন তার সন্তানের জন্য। এমনকি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তাকে অভিভাবক হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটনাগরিকদের পাশাপাশি তারকা মহলের অনেকেই ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তাদের।

About Author