Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed: গুটকা লাভার ফ্যানের সাথে সেলফি, হেসে গড়াগড়ি উরফি, নিমেষে ভাইরাল ভিডিও

বিগ বস ওটিটি থেকে সিলভার স্ক্রীনে নিজে একটা বেশ ভালোমতো পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এর জন্য মাঝে মধ্যেই আমরা তাকে বি-টাউনের চর্চায় দেখতে পাই।…

Avatar

বিগ বস ওটিটি থেকে সিলভার স্ক্রীনে নিজে একটা বেশ ভালোমতো পসার জমিয়ে ফেলেছেন অভিনেত্রী উরফি জাভেদ। তার বোল্ড স্টাইল স্টেটমেন্ট এর জন্য মাঝে মধ্যেই আমরা তাকে বি-টাউনের চর্চায় দেখতে পাই। তা খোলামেলা পোশাকের থেকে শরীর দেখিয়ে তিনি এর আগেও নানান বিতর্কের সম্মুখীন হয়েছেন। কিন্তু এই সমস্তকে খুব একটা বেশি পাত্তা দিতে তিনি চান না। বরং সমস্ত সমালোচনাকে ছুড়ে ফেলে দিয়ে তিনি নিজের জীবনে এগিয়ে যেতে চান।

ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তিনি মাঝেমধ্যেই ধরা দেন নিজের বোল্ড অবতারে। পুরুষের মন ঘায়েল করা তার কাছে খুবই সহজ। এর আগেও তার পোশাক বিভ্রাট হয়েছে বটে, কিন্তু সমস্ত পোশাকেই তিনি নিজেকে দারুণভাবে মানিয়ে গুছিয়ে নেন। অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে মিউজিক ভিডিও, সব জায়গাতেই উরফি জাভেদ তার স্টাইল স্টেটমেন্ট দেখিয়ে সকলকে মোহিত করে রাখেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি উরফি জাভেদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি উরফি জাভেদ পাপারাজ্জিদের সামনে পোজ দেবার জন্য এগিয়ে আসছেন। তবে মাঝরাস্তাতেই তার সাথে ছবি তোলার জন্য ছুটে আসেন একজন ফ্যান। এইটুকু তো সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি হয় সেই ফ্যানের আচরণে। দেখা যায়, ছবি তোলার আগে নিজের মুখ থেকে গুটকার থুতু রাস্তায় ফেলে তারপর সে তার সঙ্গে ছবি তোলে। এই বিষয়টি দেখে নিজের হাসি চাপতে পারলেন না উরফি জাভেদ।

বিষয়টি ধরা পড়ে যায় পাপারাৎজিদের ক্যামেরায়। ইতিমধ্যে বিষয়টি ইনস্টাগ্রামে এবং অন্যান্য একাধিক জায়গায় ভাইরাল হয়েছে। বহু মানুষের কমেন্টের ছড়াছড়ি এই ভিডিওর নিচে। যদিও এই ভিডিওতে ও অনেকেই উরফি জাভেদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেন নি। তবে যাই হোক, উরফির এই নতুন ভিডিও বর্তমানে ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

About Author