বর্তমানে সারা ভারতে বেশ নাম করে নিয়েছে পুষ্পা দ্যা রাইজ ছবিটি। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অল্লু অর্জুন। দক্ষিণ ভারতের সুপারস্টার তিনি, এবং তার জন্যই এই সিনেমা এতটা সুপারহিট। কিন্তু শুধুমাত্র নায়ক কিংবা নায়িকা নয়, পুলিশ থেকে শুরু করে ভিলেন প্রত্যেকটি চরিত্র এই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। পুষ্পা ছবির সমস্ত চরিত্র যেন একেবারেই জীবন্ত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে, পুষ্প ছবিতে এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন একজন অভিনেত্রী যাকে নিয়ে খুব একটা কথা বলা হয়নি আজ অব্দি। কথা হচ্ছে পুষ্পার মা কে নিয়ে। অভিনেত্রী কল্পলতা এই চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু, তিনি আসল জীবনে কেমন? সিনেমা জগতে তার কতটা জনপ্রিয়তা? আপনাদের জানিয়ে রাখি, কল্পলতা কিন্তু নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী এবং ইতিমধ্যেই তিনি ৫০ এর বেশি ছবিতে কাজ করে ফেলেছেন। এছাড়াও দক্ষিণ ভারতের বেশ কিছু ধারাবাহিকে ও তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
দুর্দান্ত অভিনয় এর মাধ্যমে তিনি প্রত্যেকটি ছবিতে নিজের একটা আলাদা ছাপ তৈরি করেন। এই ছবিতে আমরা দেখতে পেয়েছি, পুষ্পার মা অত্যন্ত গরিব পরিবারের একজন মহিলা। পুষ্পার বাবা বিবাহিত হওয়া সত্বেও কল্পলতা সঙ্গে একটি অবৈধ সম্পর্ক জড়িত হয়েছিলেন। এর পরবর্তীতে পুষ্পার জন্ম হয়। তিনি নিজের ছেলেকে বড় করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন। কিন্তু সব থেকে বড় বিষয়টি হলো, পুষ্পা ও পুষ্পার মা চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের বয়সের তফাৎ মাত্র তিন বছর।
বিষয়টি আশ্চর্যজনক হলেও অল্লু অর্জুনের বয়স ৩৯ বছর এবং অভিনেত্রী কল্পলতা বয়স মাত্র ৪২ বছর। মাত্র ১৪ বছর বয়সে তার বিবাহ হয়, এবং বর্তমানে তার দুই মেয়ে রয়েছে। তারা দুজনেই নিজেদের জগতে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত, তবে তাদের দুজনকে আর সিনেমা জগতে দেখা যায়নি।