Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Urfi Javed: নতুন সাজে উরফি জাভেদ, উষ্ণতা ছড়িয়েছে ভক্তদের মাঝে

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে…

Avatar

‘বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট।
মোটামুটি তিন দিন আগে অভিনেত্রী এই ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তার চোখে মুখে ছিল আবেদনের ঝলক। একেবারে এথনিক লুকে সোশ্যাল মিডিয়ার পাতায় আবির্ভূত হয়েছেন তিনি। জাম রঙা শাড়ি ও তার সাথে মানানসই ডিজাইনার ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী। বাঁধা চুলে, হালকা মেকাপ, হালকা শেডের লিপস্টিকে লাস্যময়ী হয়ে উঠেছিলেন উরফি। কোন ক্যাপশন ছাড়াই এই তিনটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে তার ভক্তদের মাঝে ভাইরাল হয়েছে।তবে এবার নেতিবাচক মন্তব্যের তুলনায় ইতিবাচক মন্তব্যের ভীড় বেশি ছিল তার কমেন্ট বক্সে, তা তার কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাবে। তার এই ছবি দেখে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এই পোশাকে কয়েকদিন আগেই ‘ও আন্তাভা মাম্মা’ গানের সাথে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিলেন উরফি জাভেদ।অভিনেত্রী উরফি জাভেদ একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই সমস্ত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল- ‘বাড়ে ভাইয়া কি দুলহানিয়া’, ‘মেরি দুর্গা’, ‘চন্দ্র নন্দিনী’, ‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হে’, ‘কসৌটি জিন্দেগি কি’র মতো একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এমনকি দর্শকমহলে তার অভিনয় প্রশংসিতও হয়েছে বেশ।
About Author