Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Pawandeep-Arunita: প্রেম না কী অন্য কিছু? অরুনিতা-পবনদ্বীপের সম্পর্ক ফাঁস করলেন বন্ধু দানিশ

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে সবার মধ্যেই একটা না একটা আবেগ কাজ করে। আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়েছে ইন্ডিয়ান আইডলের সবথেকে শেষ সিজন ১২। এই সিজনে…

Avatar

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল নিয়ে সবার মধ্যেই একটা না একটা আবেগ কাজ করে। আর তার মধ্যে অন্যতম জনপ্রিয় হয়েছে ইন্ডিয়ান আইডলের সবথেকে শেষ সিজন ১২। এই সিজনে ২ জন প্রতিযোগী অরুনিতা কাঞ্জিলাল এবং পবন দ্বীপ পুরো গানের অনুষ্ঠানটি জমিয়ে রেখেছিলেন। এই অনুষ্ঠানে প্রথম হয়েছিলেন পবন দ্বীপ। অন্যদিকে বাংলার মেয়ে অরুনিতাকে খুশি থাকতে হয়েছিল দ্বিতীয় হয়ে।

কিন্তু তাদের দুজনের রোমান্টিক সম্পর্ক নিয়ে ইন্ডিয়ান আইডলে কম চর্চা হয়নি। এবারে তাদের দুজনকে নিয়ে মুখ খুললেন এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী মোহাম্মদ দানেশ। টিআরপির কারণে এর আগেও এরকম ভাবেই রোমান্টিক অ্যাঙ্গেল তুলে ধরা হয়েছে এর আগেও। আর এবারেও ইন্ডিয়ান আইডলের ঠিক একই রকম একটা বিষয় তৈরি করা হয়েছিল। দেখানো হয়েছিল শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ন নাকি বিচারক নেহা কক্কর এর সঙ্গে বিবাহ সম্পর্কে জড়াতে চেয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর সেই একইভাবে সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছিল পবনদ্বীপ এবং অরুনিতাকে। ইন্ডিয়ান আইডল শেষ হয়ে যাওয়ার পরেও হামেশাই তাদের দুজনকে একসাথে দেখা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় পারফরম্যান্স করতে তারা বিদেশে গিয়েছেন। কিন্তু তাদের মধ্যে কি আদৌ এরকম প্রেমের সম্পর্ক রয়েছে? সত্যি টা আসলে কি?

এই প্রসঙ্গে এই মোহাম্মদ দানেশকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘আমার কিন্তু এরকম কিছু মনে হয়নি!’ তার সঙ্গে তিনি আরও জানালেন, ইন্ডিয়ান আইডলের মঞ্চে এবং তার পরেও অরুনিতার লেগ পুলিং করা হতো পবন দ্বীপের নাম করে। তার সঙ্গেই দানিশ জানিয়েছিলেন, এখন তারা দুজনেই নিজেদের ক্যারিয়ার ঠিক রাখা নিয়ে বেশি চিন্তিত রয়েছে। দিন কয়েক আগে বান্ধবী অরুনিতার জন্ম দিনে একাধিক পোস্ট করে আবারো এই প্রেমের সম্পর্কের গুঞ্জনকে জাগিয়ে তুলেছিলেন পবনদ্বীপ। তাহলে কি, তাদের মধ্যে সত্যিই কিছু আছে? প্রশ্নটা থাকছেই।

About Author