Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, বাবা হচ্ছেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

উদিত নারায়ণের পরিবারে চলছে সাধের প্রস্তুতি। খুব শীঘ্রই নতুন সদস্য পা রাখতে চলেছে তাদের বাড়িতে। সম্প্রতি উদিত পুত্র আদিত্য নারায়ণ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শ্বেতা এবং তার অভিভাবক হওয়ার কথা…

Avatar

উদিত নারায়ণের পরিবারে চলছে সাধের প্রস্তুতি। খুব শীঘ্রই নতুন সদস্য পা রাখতে চলেছে তাদের বাড়িতে। সম্প্রতি উদিত পুত্র আদিত্য নারায়ণ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শ্বেতা এবং তার অভিভাবক হওয়ার কথা জানিয়েছেন। ২০২০ সালের ১’লা ডিসেম্বর একে অপরের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তারা। এক বছর কাটতে না কাটতেই দিলেন নতুন অতিথি আসার খবর।

১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ২০১০’এ ‘শাপিত’ ছবির সেটে শ্বেতার সাথে আলাপ হয়েছিল আদিত্য নারায়ণের। তারপর থেকেই তাদের দীর্ঘদিনের প্রেম। আর এবার নতুন অতিথি আশার সুখবরে খুশি হয়েছেন নারায়ণ পরিবারের সকলেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি আদিত্য নারায়ণ নিজের ইনস্টাগ্রামের পাতায় তার সাথে স্ত্রী শ্বেতার একটি ছবি শেয়ার করে সকলকে এই সুখবর জানিয়েছেন। ছবিতে আদিত্য নারায়ণের স্ত্রীয়ের বেবি বাম্প স্পষ্ট ছিল। নতুন সদস্য আসার আগে একটি ফটোশুট করেছেন তারা। সেই ফটোশুটেরই একটি ছবি শেয়ার করে অভিনেতা-গায়ক লিখেছেন, তিনি তার স্ত্রীয়ের কাছে কৃতজ্ঞ। তিনি সাদরে আহ্বান জানাচ্ছেন তাদের প্রথম সন্তানকে।

এর আগে এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ জানিয়েছিলেন, তিনি বেশ কয়েক বছর আগে একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে তিনি হাসপাতালে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অবশেষে তার সেই স্বপ্নপূরণ হচ্ছে আর এই ঘটনায় তিনি ভীষণ খুশি। এই খবর প্রকাশ পেতেই, তা রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে গিয়েছে সকলের মাঝে।

আর এই খবর প্রকাশ পেতেই তারকামহল থেকে শুরু করে সাধারণ সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন তাদের। শ্রেয়া ঘোষাল, নেহা কক্কর, নীতি মোহান থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন তাদের।

About Author
news-solid আরও পড়ুন