Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Akshay Kumar: ফার্ম হাউসে ছাগলদের নিজের হাতে খাইয়ে দিচ্ছেন সুপারস্টার অক্ষয় কুমার, আবেগে আপ্লুত অনুরাগীরা

বলিউড অভিনেতা অক্ষয় কুমার সর্বদাই পশুপ্রেম এবং শারীরিক সুগঠনের জন্য পরিচিত। তাঁর অভিনয় দক্ষতার জবাব নেই বললেই চলে। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ নরম মনের মানুষ। স্বার্থ ছাড়াই মানুষজনকে সাহায্য…

Avatar

বলিউড অভিনেতা অক্ষয় কুমার সর্বদাই পশুপ্রেম এবং শারীরিক সুগঠনের জন্য পরিচিত। তাঁর অভিনয় দক্ষতার জবাব নেই বললেই চলে। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ নরম মনের মানুষ। স্বার্থ ছাড়াই মানুষজনকে সাহায্য করা বা অবলা পশুদের খাবার দেওয়ার মতো সামাজিক কাজে নিজেকে নিযুক্ত রাখেন তিনি সর্বদা। বলিউড খিলাড়ি যে পশুপ্রেমী তার প্রমাণ মিলে ছিল কিছুদিন আগে। তিনি সোশ্যাল মিডিয়াতে পোষ্য কুকুরের সাথে একটি ভিডিও পোস্ট করেছিলেন যা মন জয় করে নিয়েছিল নেটিজেনদের। সম্প্রতি অভিনেতা আবার একটি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছেন যা ভাইরাল হয়েছে চোখের পলকে।

অভিনয়ের পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য শারীরিক কসরতের উপর জোর দেন অভিনেতা অক্ষয় কুমার। তাই তিনি মাঝে মাঝেই সুযোগ পেলে মাঠে-ঘাটে ছেলে দৌড়ে বেড়ান। তিনি সম্প্রতি কোনো একটি ফার্ম হাউসে গিয়েছিলেন যেখানে চারিপাশে ছিল বহু প্রাণীর সমাগম। সেখানে ঘুরে বেড়াচ্ছিল গুটিকয়েক ছাগল। সেই সমস্ত ছাগলগুলিকে খাইয়ে দেন তিনি। সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই দাবানলের মত ছড়িয়ে পড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতা একটি সবুজ রঙের হুডি এবং জিন্সের প্যান্ট পরেছেন। ছাগলগুলিকে খাইয়ে দেওয়ার জন্য তারাও আনন্দে রীতিমতো লাফিয়ে লাফিয়ে সময় ব্যয় করেছে। ভিডিওটি শেয়ার করে অভিনেতা লিখেন, “এত ছোট ছোট কাজে মনে এত শান্তি পাওয়া যাচ্ছে, আর কি চাওয়া যায় ভগবানের কাছে? প্রকৃতির বুকে এমন অসামান্য খুশি এবং আনন্দে ভরে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।” ভিডিওটি দেখে খিলাড়ি অনুরাগীরা আবেগে আপ্লুত হয়ে ভিডিওর তলায় কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন।

ভিডিওতে ইতিমধ্যেই ২ মিলিয়নের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন। এছাড়া অগুনতি মানুষ কমেন্ট করে অভিনেতার এমন স্বভাবের প্রশংসা করেছেন। কেউ কেউ কমেন্ট করে বলেছেন, “আপনার এমন মানসিকতার জন্যই আপনাকে এত ভালোবাসি।” তো কেউ রসিকতা করে মন্তব্য করেছেন, “আপনাকে ছাগলরাও চেনে? আপনাকে দেখার জন্য ওরা তো নাচানাচি করছে।” কেউ কেউ তাঁর মানবতাকে কুর্নিশ জানিয়ে এমন মনোভাব এবং সাদামাটা স্বভাব রাখার জন্য প্রশংসা করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে খিলাড়ি ওই ভিডিও।

About Author