Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dadagiri: দাদার অনুরোধেই দাদাগিরির মঞ্চে সিধুর রকিং পারফর্ম্যান্স, দেখুন ভিডিও

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। এই শোয়ের প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। আসেন একাধিক তারকারাও। সম্প্রতি এক এপিসোডে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির ৬ জন বিশিষ্ট তারকা। তাদের…

Avatar

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। এই শোয়ের প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। আসেন একাধিক তারকারাও। সম্প্রতি এক এপিসোডে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির ৬ জন বিশিষ্ট তারকা। তাদের মধ্যে ছিলেন ক্যাকটাসের সিধু অর্থাৎ ডক্টর সিদ্ধার্থ রায়। এদিন দাদার অনুরোধেই দাদাগিরির মঞ্চে রকিং পারফর্ম্যান্স দিলেন সিধু। এদিন তার পাশাপাশি দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা ব্যানার্জী, উজ্জয়িনী, ঐশ্বর্য, রবি শাও। সব মিলিয়ে মিশিয়ে এদিন গানে, গল্পে, আড্ডায় দাদাগিরি এপিসোড ছিল একেবারে জমজমাট।

ক্যাকটাসের সিধু এদিন দাদাগিরিতে এসে জিতে ফিরেছেন। আটবারের মধ্যে সাতবার ট্রফি জিতলেন তিনি। এদিন খেলার মাঝেই দাদার অনুরোধে ক্যাকটাসের সিদ্ধার্থ রায় তাদের ব্যান্ডের অন্যতম জনপ্রিয় ‘শুধু তুমি এলেনা’ গানটি গাইলেন গলা ছেড়ে। গান শেষে দাদাও বলে ওঠেন “ইউ রক”। হাবেভাবে ভঙ্গিতে তার গান যে ভীষণ ভালো লেগেছে, তা দাদা বুঝিয়েই দিয়েছেন। এদিন সিধুর গানে মেতে উঠেছিল গোটা দাদাগিরির মঞ্চ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সিধু ছাড়াও এদিন গান গেয়ে দাদাগিরির মঞ্চে মাতিয়েছেন ভূমির সুরজিৎও। তার জীবনের মোড় ঘোরানো গান ‘বারান্দায় রোদ্দুর’ গানটি গেয়ে শুনিয়েছেন সকলকেই। এর পাশাপাশি অন্যতম জনপ্রিয় ‘রঙ্গবতী’ গানে মাতিয়েছেন মঞ্চ। উজ্জয়িনীর ‘চুপি চুপি রাত নেমে আসে আকাশ’ আমেজ তৈরি করেছিল। আর এদিন সুদীপ্তা অর্থাৎ মনিমল্লিকার হাসি হাসিয়েছে সকলকে।

এদিন সৌরভ গাঙ্গুলীকে কাছে পেয়ে সুযোগ ছাড়েননি সিধুও। তিনি রীতিমতো ডোনা গাঙ্গুলীর আগেকার ইন্টারভিউয়ের কিছু কথা তুলে ধরেছেন সকলের সামনে। সেখান থেকেই আবারো উঠে এসেছে দাদার বিয়ের কথা। বিয়ের দিন রাতে ডোনা গাঙ্গুলীকে দাদা কি উপহার দিয়েছেন তাও সিধু ফাঁস করেছেন সকলের সামনে। এসব কথা শুনে রীতিমতো দাদার মুখ হাসিতে ভরাট হয়ে গিয়েছিল। এদিনকার এই এপিসোড যথেষ্ট উপভোগ করেছেন দর্শকরাও।

About Author