Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Yuvaan-Subhashree: মায়ের পথই বেছে নিল ইউভান, এখন থেকেই শুরু হয়েছে অভিনয়ের পাঠ শেখা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজ-শুভশ্রী পুত্র ইউভান। থেকে থেকেই তার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। ছেলের ঘটনো বিভিন্ন কাণ্ডকারখানা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে থাকেন এই…

Avatar

বর্তমানে সোশ্যাল মিডিয়ার সেনসেশন রাজ-শুভশ্রী পুত্র ইউভান। থেকে থেকেই তার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয় নেটমাধ্যমে। ছেলের ঘটনো বিভিন্ন কাণ্ডকারখানা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে থাকেন এই তারকা দম্পতি। তবে মঙ্গলবার অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখে পড়ল ইউভানের অভিনয় দক্ষতা। তবে কি এখন থেকেই মায়ের কাছে তার অভিনয়ের পাঠ শেখা শুরু হয়ে গিয়েছে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাবা পরিচালক, মা অভিনেত্রী। তবে কি মায়ের পথই বেছে নিল সে? সম্প্রতি ইউভিনের ভিডিওটি দেখে এমন বেশ কিছু প্রশ্ন তুলেছেন অনেকেই। ভাইরাল হওয়া ভিডিওটিতে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে তার ছেলেকে বলতে শোনা যাচ্ছে সে যেন হাসি নকল করে দেখায়। যেমন বলা তেমন কাজ। একেবারে গাড়ি নিয়ে খেলতে খেলতেই হাসি নকল করে দেখিয়ে দিল ঐ একরত্তি। তার অমন হাসি নকল করা দেখে তিনি তাকে জিজ্ঞেস করছিলেন, এটা তার হাসির অভিনয় নাকি কান্নার? তবে অভিনেত্রী কার হাসি নকল করে দেখাতে বলেছিলেন, তা অবশ্য জানা যায়নি। নিজের ছেলের এমন কাণ্ড দেখে রীতিমতো হেসে গড়িয়ে পড়লেন তিনি। এই ভিডিওটি মঙ্গলবার নিজের ইনস্টা প্রোফাইল থেকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এখনও দেড় বছর বয়স হয়নি তার।

কয়েকদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন এই তারকা দম্পতি। করোনা চলাকালীন তারা নিজেদের বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে ছিলেন। সেইসময় নিজেদের একরত্তি ছেলের থেকে অনেকটাই দূরে ছিলেন। তাকে ঐ কদিন একেবারেই ছুঁতে পারেননি তারা। আইসোলেশনে থাকাকালীন ভিডিও কলে ছেলের সাথে কথা বলতেন অভিনেত্রী। তার ঝলক মিলেছিল রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার পাতায়। সুস্থ হয়ে সবার প্রথমে ছেলের সাথে সময় কাটিয়েছেন এই তারকা দম্পতি তার ঝলক মিলেছে নেটদুনিয়ায়। বেশ অনেকদিন পর বাবা মাকে কাছে পেয়ে খুশি হয়েছিল ইউভান। সেটা ঐ একরত্তির চোখে-মুখেই স্পষ্ট ছিল।

About Author