Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Devlina Kumar: কবে বাচ্চা নেবেন? জবাবে কী বললেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা

দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন টলিউডের মিষ্টি দম্পতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেভলিনা কুমার। উত্তম কুমারের নাতবৌ হবার সুবাদে দেবলিনা সকলের একটি আগ্রহের বিষয়। যদিও প্রেম হোক বা…

Avatar

দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন টলিউডের মিষ্টি দম্পতি গৌরব চট্টোপাধ্যায় এবং দেভলিনা কুমার। উত্তম কুমারের নাতবৌ হবার সুবাদে দেবলিনা সকলের একটি আগ্রহের বিষয়। যদিও প্রেম হোক বা বিয়ে কোন কিছু নিয়েই কোনদিন কোন লুকোছাপা করতে চাননি গৌরব এবং দেবলিনা। প্রায় তিন বছরের প্রেম সম্পর্কে আবদ্ধ থাকার পর ২০২০ সালে ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব এবং দেবলিনা। যদিও, গৌরবের জন্য এই বিবাহের সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না কারণ তিনি একটি ভাঙ্গা সম্পর্ক থেকে বেরিয়ে আসছিলেন।

তবে দেবলিনার উপর ভরসা রেখে নতুন করে প্রেম জীবনে পা দিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। যদিও এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। তবে এবারের সম্পর্কটা অনেকাংশেই আলাদা। কিন্তু বিয়ের পর থেকেই মেয়েদের একটা প্রশ্নের মুখে সব সময় পড়তে হয়, বাচ্চা কবে নেবে সেই বিষয়ে। সন্তান নিয়ে পরিকল্পনা এবং আরো অনেক কিছু নিয়েই বারংবার প্রশ্নের সম্মুখীন হতে হয় মেয়েদের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মেয়েদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Devlina Kumar: কবে বাচ্চা নেবেন? জবাবে কী বললেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা

এবারে সকলকে এই বহুচর্চিত প্রশ্নের জবাবটা সরাসরি দিয়ে দিলেন দেবলিনা কুমার। তিনি জানিয়ে দিলেন কবে তিনি বাচ্চা গ্রহণ করবেন। ফেসবুকে একটি ১০ সেকেন্ডের ভিডিও পোস্ট করে তিনি এই প্রশ্নের জবাবটা দিয়েই দিলেন অবশেষে। এ ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কের মধ্যে একটি ক্যাজুয়াল পোশাকে সী-স এর উপর বসে আছেন অভিনেত্রী দেবলীনা কুমার। এই ভিডিওতে পিছন দিকে একটি কথা চলছে এবং তার সাথে ডাবিং করছেন অভিনেত্রী।

‘কবে মা হচ্ছ এই কথাটাই সবাই আমাকে জিজ্ঞাসা করছে, আমি কবে মা হব? আমি কবে বাচ্চা নেবো? আমি তো নিজেই বাচ্চা!’ আর এই বলেই হাসতে হাসতে আকাশের দিকে পা ছুঁড়ে দিলেন দেবলীনা। এই ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ হ্যাঁ এটাই আমি।’ বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

About Author