সম্প্রতি নিকিতা গান্ধীর গলায় একটি আইটেম নম্বর বিপুল জনপ্রিয়তা পেয়েছে। গানটির নাম ‘ফুক লে’। এই গানের সাথে মিউজিক ভিডিওতে নাচতে দেখা গিয়েছে নিয়া শর্মাকে। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী তিনি। এই মুহূর্তে ইনস্টারিলের ক্ষেত্রে এই গানটি ট্রেন্ডিং। আর এবার এই ট্রেন্ডিং গানের সাথেই রিল ভিডিও বানালেন মোনালিসা। একেবারে হট লুকে এই ভিডিওটি বানিয়েছেন অভিনেত্রী। লাল শাড়িতে, স্লিভলেস ও ব্যাকলেস ব্লাউজে, মানানসই গহনায়, খোলা চুলে, হালকা মেকাপে এই রিল ভিডিওটি বানিয়ে শেয়ার করেছেন অভিনেত্রী। তার শরীরী হিল্লোলে রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ভিডিওর মতই এই ভিডিওটির ভিউজ হয়েছে অনেক।
লাল শাড়ি স্লিভলেস ব্লাউজে আবেদনময়ী নাচ, ঝুমা বৌদির সেক্সি ঠুমকায় ঘুম উড়লো নেটিজেনদের, ভাইরাল ভিডিও
বর্তমান যুগে রিল ভিডিও বানানোটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আট থেকে আশি প্রায় সকলেই নিজেদের অবসরে ব্যস্ত থাকেন রিল ভিডিও বানাতে। অবশ্য ইনস্টাগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে আমজনতা হোক কিংবা তারকা…

আরও পড়ুন