একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই গান। সম্প্রতি এই গানের তামিল ভার্সন ‘ও সোলরিয়া ও ও সোলরিয়া’তে এক যুবতি আবেদনে পরিপূর্ণ নৃত্য পরিবেশন করেছেন। লাল শাড়িতে ও স্লিভলেস লাল ব্লাউজে, খোলা চুলে, হালকা মেকাপে একেবারে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন তিনি। তিনি যেই ধরনের রিল ভিডিও বানাতে অভ্যস্ত তা তার নাচ দেখেই স্পষ্ট হয়েছে। ইনস্টাগ্রাম অনুযায়ী মেয়েটির নাম নিশা গুরাগনি। তিনি সোশ্যাল মিডিয়ার স্টার, তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তা স্পষ্ট হবে। নেটদুনিয়ায় নিশার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৬.৩ মিলিয়ন। তার যেকোনো ছবি কিংবা ভিডিও শেয়ার হওয়ার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সম্প্রতি ট্রেন্ডিং সং ‘ও সোলরিয়া ও ও সোলরিয়া’তে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের মাঝে ভাইরাল হয়েছেন নিশা।
Viral: লাল শাড়িতে ‘পুষ্পা’র আইটেম গানে রিল বানিয়ে ভাইরাল এক যুবতী, নাচের ভিডিও ভাইরাল
সামান্থা-রুথ-প্রভু দর্শকমহলে একটি পরিচিত মুখ। এতদিন যারা চিনতেন না অ্যামাজন প্রাইমে 'দ্য ফ্যামিলি ম্যান' দেখার পর অভিনেত্রীকে চিনে গেছেন সকলেই। পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো দর্শকদের আকর্ষণ করে। সম্প্রতি তিনিই…

আরও পড়ুন