Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Mithai: অভিনয় ছেড়ে ক্যামেরা সামলাতে ব্যাস্ত মিঠাই, রইলো মজার ভিডিও

জি বাংলায় সম্প্রসারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম 'মিঠাই'। টানা একবছর যাবত দর্শকদের মনে এক নম্বর স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক। টিআরপির দৌড়েও সবার থেকে এগিয়ে 'মিঠাই'। এই ধারাবাহিকে অভিনয় করছেন…

Avatar

By

জি বাংলায় সম্প্রসারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম ‘মিঠাই’। টানা একবছর যাবত দর্শকদের মনে এক নম্বর স্থান দখল করে রয়েছে এই ধারাবাহিক। টিআরপির দৌড়েও সবার থেকে এগিয়ে ‘মিঠাই’। এই ধারাবাহিকে অভিনয় করছেন একাধিক জনপ্রিয় তারকারা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের মধ্যের বোঝাপড়া খুব ভালো। সেটের সকলেই ভীষন ভালবাসেন মিঠাইকে। ধারাবাহিকে পর্দার মিঠাইয়ের প্রাণোচ্ছল অভিনয় দর্শকদের আকর্ষণ করে প্রতিনিয়ত। মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা কুন্ডুর অভিনয় শুরু থেকেই নজর কেড়েছে দর্শকদের। তার বিপরীতে সিদ্ধার্থের চরিত্রে রয়েছেন টলিউডের পরিচিত মুখ আদৃত রায়। বলাই বাহুল্য, মিঠাই ধারাবাহিকে অভিনয় করে আদৃত সৌমিতৃষার জনপ্রিয়তা দর্শকদের মাঝে বেড়ে গিয়েছে অনেকটাই।

ধারাবাহিকের পর্দায় তুফান মেল ও উচ্ছেবাবুর অনস্ক্রিন রসায়ন দেখতে শুরু থেকেই পছন্দ করেন দর্শকরা। তাদের খুনসুটি, হাসি-মজা সবটাই আনন্দ দেয় মিঠাই অনুরাগীদের পাশাপাশি সকল ধারাবাহিক ভক্তদের। এবার পর্দার মিঠাই অর্থাৎ সৌমিতৃষাকে অভিনয় করার বদলে দেখা গেল ক্যামেরা সামলাতে। সোশ্যাল মিডিয়ার পাতায় সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওই। রইল সেই মজার ভিডিও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, পর্দার মিঠাই অভিনয়ের বদলে সামলাচ্ছেন ক্যামেরা। দেখছেন ফ্রেম ঠিকঠাক আছে কিনা! সময় বুঝে করলেন রোলিং। প্রয়োজনে সেটের কর্মচারীদের সাহায্যও নিলেন। সেখানে বসে থাকা কোন এক ব্যক্তি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে শেয়ার করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। আর তারপর থেকেই অভিনেত্রীর অনুরাগীদের মাঝে এটি ভাইরাল। অভিনেত্রীকে নতুন রূপে দেখে খুশি তারাও। রীতিমতো মজার ছলেই, ক্যামেরার সামনে পাশাপাশি ক্যামেরার পিছনের দায়িত্বও কিছুটা সামলালেন অভিনেত্রী।

অভিনয় করতে করতে অনেক অভিনেতা-অভিনেত্রীরাই ডিরেকশনের প্রতি আগ্রহী হয়ে পড়েন। বলাই বাহুল্য, ক্যামেরার সামনের ঝকঝকে দুনিয়ার থেকে ক্যামেরার পিছনে দুনিয়াটা অনেক বেশি আকর্ষণীয়। সেটে শুটিংয়ের মাঝে থাকতে থাকতেই অনেকেই শিখে যান ক্যামেরার কারিগরি। যা খুব স্বাভাবিকভাবেই তাদের সাহায্য করে ভবিষ্যতের জন্য।

About Author