Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Uma: তুলকালাম তিনদিন! খেলার পাশাপাশি সংসারের ময়দানেও লড়ছে উমা, রইলো ভিডিও

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল উমা। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ নীল ভট্টাচার্য। আপাতত…

Avatar

By

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হল উমা। এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। তার বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ নীল ভট্টাচার্য। আপাতত পর্দায় অভিমন্যু ও উমার বন্ধুত্বের রসায়ন বেশ পছন্দ দর্শকদের। খেলার মাঠের পাশাপাশি উমা এবার সংসারের ময়দানে নেমেছে লড়াইয়ে। সেই লড়াইয়ে আলিয়ার মুখোমুখি উমা! ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হতেই আসন্ন এপিসোড দেখার অপেক্ষায় দর্শকরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে ‘উমা’ ধারাবাহিকের নতুন প্রোমো। ৮-১০’ই জানুয়ারি চলছে ধারাবাহিকের তুলকালাম তিন পর্ব। ধারাবাহিকের গল্প অনুযায়ী, উমাকে ক্রিকেট খেলা থেকে মিথ্যা অপবাদ দিয়ে ব্যান করে দেওয়া হয়েছে। তার উপর এমন অন্যায়ের জন্য তাকে পরিচয় দিয়েছে অভিমন্যু আচার্য্য। সকলের সামনে বিয়ের আসরেই উমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে অভি। বাড়ির বেশ কয়েকজন সদস্য তা মেনে নিলেও, মানতে পারেননি তার মাম্মা, বাবা, দাদা এবং খোদ আলিয়া।

বিয়ের পর ২২ গজের পাশাপাশি সংসারের ময়দানে লড়াই শুরু হয়েছে উমার। সেই লড়াই তার জন্য যে একেবারেই সহজ হবে না তা বলাই বাহুল্য। সম্প্রতি ধারাবাহিকের ভাইরাল হওয়া নতুন প্রোমোতে দেখানো হয়েছে, অভির মাম্মা সকলের সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অভি ও তার ফুলশয্যা কিছুতেই হতে দেবেন না। অন্যদিকে আলিয়া উমাকে বাগানে ডেকে নিয়ে গিয়ে দিল ওপেন চ্যালেঞ্জ। ২২ গজের পাশাপাশি সংসারের ময়দানেও উমা জয়ী হতে পারে কিনা সেটাই দেখার। ইদানিং ধারাবাহিকের প্রতিটি এপিসোডে থাকছে নতুন নতুন চমক।

সমস্ত মিথ্যা অপবাদ কাটিয়ে আবারো ২২ গজে অভিমন্যুর হাত ধরে উমা ফিরতে পারে কিনা সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। খেলার মাঠের পাশাপাশি আচার্য্য বাড়ির বাকি সকলের মন জয় করতে হবে তাকে। আগে ধারাবাহিকে উমা ও অভির জীবন কোন দিকে মোড় নিতে চলেছে সেটাই এখন দেখার।

About Author