Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bizarre: লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা, দেখে অবাক বিক্রেতা! ভাইরাল ভিডিও

লটারিতে পুরস্কারের টাকা দোকানের ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করলেন বৃদ্ধা। শনিবার সকাল থেকে ইনস্টাগ্রামে হঠাৎ করে ভাইরাল হয়েছে এমনই এক মিষ্টি ভিডিয়ো। আর সেই বৃদ্ধার মহিলার দেওয়া টাকা গ্রহণের পর কার্যত…

Avatar

By

লটারিতে পুরস্কারের টাকা দোকানের ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করলেন বৃদ্ধা। শনিবার সকাল থেকে ইনস্টাগ্রামে হঠাৎ করে ভাইরাল হয়েছে এমনই এক মিষ্টি ভিডিয়ো। আর সেই বৃদ্ধার মহিলার দেওয়া টাকা গ্রহণের পর কার্যত আপ্লুত দেখাল ওই ক্যাশিয়ারকে। ইনস্টাগ্রাম একজন ব্যবহারকারী হেইডি ফরেস্ট এই ভিডিয়োটি পোস্ট করেছেন। তিনি ক্যপাশানে জানান, বৃদ্ধা তাঁর ঠাকুমা। নাম মেরিয়ন ফরেস্ট। ‘অন্য ধাতুতে গড়া,’।

৮৬ বছর বয়সী বৃদ্ধা মেরিয়ন চলতি সপ্তাহের শুরুতে একটি দোকানে গিয়েছিলেন কিছু জিনিসপত্র কিনতে। সেখানকার ক্যাশিয়ার তাঁকে এই লটারির টিকিট কিনতে উৎসাহিত করেন। প্রথম পুরস্কার ছিল ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় গিয়ে দাঁড়ায় পৌনে চার কোটি টাকা। আর ওই কর্মীর অনুরোধে মেরিয়ন একটি লটারি টিকিট কেনেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, ‘ঠিক আছে নিলাম একটা। আর শোনো, আমি যদি জিতি তবে আমি তোমার কথাও ভুলব না!’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মেরিয়ন তাঁর কথা রাখলেন। যদিও প্রথম পুরস্কার পাননি। ৩০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকা জেতেন তিনি। আর সেই টাকার অর্ধেক ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে তাঁকে বেলুন এবং ‘WALTER WON’ লেখা একটি খামও দেন।এ র পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না এক্কেবারেজ টিকিট বিক্রেতা। কারণ সেই খাম খুলে দেখে লটারির অর্ধেক টাকা। টাকার অঙ্ক যাই হোক তবু মারিয়ন নিজের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি । কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে। আর তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন নেটনাগরিকরা। তুমুল ভাইরাল হয় এই ভিডিও।

About Author