Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral: খোলামেলা ব্লাউজে জিভে জল আনা পিঁয়াজির রেসিপি, ভাইরাল ভিডিও দেখতে ভির নেটজনতার!

গতবছর কালো শিফন শাড়িতে 'ইউনিক ভিলেজ ফুড' নামক ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল 'আলু পোস্ত' দিদির (রিম্পি) রান্নার ভিডিও। রান্নার থেকে বেশি নজর কেড়েছিল 'আলু পোস্ত' দিদির পোশাক। সেই নিয়ে…

Avatar

By

গতবছর কালো শিফন শাড়িতে ‘ইউনিক ভিলেজ ফুড’ নামক ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছিল ‘আলু পোস্ত’ দিদির (রিম্পি) রান্নার ভিডিও। রান্নার থেকে বেশি নজর কেড়েছিল ‘আলু পোস্ত’ দিদির পোশাক। সেই নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল চর্চায় ছিলেন তিনি। তবে বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে ডিলেট করা হয়েছে সেই ভিডিও। তার জায়গায় এসেছে নতুন দিদিদের শেখানো নানা ভাজাভুজির ভিডিও। যা নিয়ে আবারও তোলপাড় নেটপাড়া। এবারেও বেশিরভাগ দর্শকদের রান্নার বদলে নজর আটকাবে রাঁধুনির ক্লিভেজে।

‘ইউনিক ভিলেজ ফুড’ নামক নির্দিষ্ট ইউটিউব চ্যানেল থেকে কেন সরিয়ে দেওয়া হয়েছে ‘আলু পোস্ত’ দিদির ভিডিও! তা অবশ্য এখনও জানা সম্ভব হয়নি। তার বদলে এই চ্যানেল থেকে বর্তমানে ভাইরাল হয়েছে মাছ ভাজা, বেগুনি, চিকেন পকোরা, পিঁয়াজির মতো বেশ কিছু রেসিপির ভিডিও। বলাই বাহুল্য, সেখানেও ভরপুর রয়েছে অশ্লীলতা। রীতিমতো খোলা আকাশের নীচে খোলামেলা ব্লাউজে সেইসমস্ত ভিডিও বানিয়েছেন তারা। যা ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষ করা শুরু হয়ে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি এই ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে মাটির উনুনে পিঁয়াজির রেসিপি নিয়ে হাজির হয়েছে বর্ষা। নুডলস স্ট্র্যাপের লাল ব্লাউজ ও নীল শিফন শাড়িতে ভিডিওতে দেখা গিয়েছে তাকে। আর ভাইরাল হতেই এই ভিডিও তুমুল সমালোচিত হয়েছেন নেটিজেনদের মাঝে। এই ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের অধিকাংশ ভিডিওটির চরম নিন্দা করেছেন। কেউ কেউ তো রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষের উপর। এই চ্যানেল থেকে মধু ও বর্ষার রান্নার ভিডিওগুলি ভাইরাল হতেই নেটিজেনদের এমন ক্ষোভের মুখোমুখি হয়েছেন এই নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষ। রইল সেই ভিডিও।

About Author