জ্যোতিষ

আজ ৫ই জানুয়ারি (২০ই পৌষ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনার ব্যবসায়ে মন্দা দেখা দিতে পারে। মন দিয়ে আর দেখে শুনে কাজ করুন। বেশি চিন্তা করবেন না। সবাইকে সব কিছু বলবেন না। দিনটি খুব একটা ভালো যাবেনা।

Advertisement
Advertisement

বৃষ (TAURUS): আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি হতে পারে। বেশি লোভ করবেননা। সৎ উপায়ে আয় করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন।

Advertisement

মিথুন (GEMINI): আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

Advertisement
Advertisement

কর্কট (CANCER): আজ আপনার আর্থিক লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

সিংহ (LEO): আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।

কন্যা (VIRGO): আজ আপনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

তুলা (LIBRA): আপনার বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে। আপনার বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে। বন্ধু সমাগম হবে, এবং সারাদিন আনন্দে উৎফুল্ল কাটবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।

ধনু (SAGITTARIUS): আজ আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি আজ বেশ আনন্দময় হবে।

মকর (CAPRICORN): আজ আপনার যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি রাস্তায় চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। বেশি করে সময় দিন।

মীন (PISCES): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।

Advertisement

Related Articles

Back to top button