Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Snigdhojit Bhoumik: অরিজিৎ সিংয়ের ‘চান্না মেরেয়া’ গানটি অসাধারণ সুরে গেয়ে নেটদুনিয়ায় ফের ভাইরাল স্নিগ্ধজিৎ, রইলো ভিডিও

এই মুহূর্তে জি টিভিতে অনুষ্ঠিত 'সারেগামাপা' অন্যান্য সমস্ত রিয়্যালিটি শো-এর থেকে অনেক বেশি জনপ্রিয়। চলতি সিজনে সারেগামাপায় যোগদান করেছেন বেশ কয়েকজন বাঙালি প্রতিযোগী। যাদের গান শুরু থেকেই মুগ্ধ করেছে বিচারকদের।…

Avatar

By

এই মুহূর্তে জি টিভিতে অনুষ্ঠিত ‘সারেগামাপা’ অন্যান্য সমস্ত রিয়্যালিটি শো-এর থেকে অনেক বেশি জনপ্রিয়। চলতি সিজনে সারেগামাপায় যোগদান করেছেন বেশ কয়েকজন বাঙালি প্রতিযোগী। যাদের গান শুরু থেকেই মুগ্ধ করেছে বিচারকদের। তাদের মধ্যে অন্যতম হলেন স্নিগ্ধজিৎ ভৌমিক। দর্শকদের মাঝে স্নিগ্ধজিৎ-এর পরিচিতি এসেছে বাংলা সারেগামাপার মঞ্চ থেকেই। সম্প্রতি অরিজিৎ সিংয়ের একটি গান গেয়ে নেটমাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসিত হয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক।

এই মুহূর্তে হিন্দি সারেগামাপার প্রতিযোগী হিসেবে বম্বেতে রয়েছেন স্নিগ্ধজিৎ। অডিশনের সময় থেকেই তার গানে মুগ্ধ বিচারকমণ্ডলী। এই সিজনে বিচারক আসলে রয়েছেন শঙ্কর মহাদেভান, হিমেশ রেশ্মিয়া ও বিশাল দাদলানি। হিন্দি সারেগামাপার প্রতিটি এপিসোডে স্নিগ্ধজিৎ নিজের গান দিয়ে মুগ্ধ করছেন সকলকে। প্রশংসিত হয়েছেন বহু নামীদামী শিল্পীদের কাছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের গান দিয়ে আবারও মুগ্ধ করলেন তার অনুরাগীদের এবং সকল নেটিজেনদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বলিউডের অন্যতম জনপ্রিয় বড় বাজেটের ছবি ‘এ দিল হে মুশকিল’এর অন্যতম জনপ্রিয় স্যাড সং ‘চান্না মেরেয়া’। ছবিতে এই গান শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কন্ঠে এবং পর্দায় দেখা মিলেছিল রণবীর কাপুরকে। বলিউডের জনপ্রিয় স্যাড সংয়ের মধ্যে এটি অন্যতম, তা নিয়ে কোন সন্দেহ নেই। সম্প্রতি গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক অরিজিত সিংয়ের গাওয়া এই গান গেয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থেকে শেয়ার করেছেন, যা এই মুহূর্তে ভাইরাল।

গায়ক এই গান গেয়ে তার শেয়ার করার পর থেকেই প্রশংসিত হয়েছেন একাধিক নেটিজেনদের কাছে। ইতিমধ্যেই অসংখ্য মানুষ তার এই গানের ভিডিওটি পছন্দ করেছেন। মাঝে মাঝেই নিজের বিভিন্ন গান গাওয়ার ভিডিও শেয়ার করে থাকেন স্নিগ্ধজিৎ। স্বাভাবিকভাবেই এই গানের ভিডিওগুলি ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। বাংলা সারেগামাপায় অংশগ্রহণ করার পর থেকেই দর্শক মাঝে তার পরিচিতি এসেছে বিপুল। বর্তমানে হিন্দি সারেগামাপার দৌলতে তা বেড়েছে আরও। গ্রামের সেই ছোট্ট ঘর থেকে উঠে আসা স্নিগ্ধজিৎ আজ হিন্দি সারেগামাপার সাহায্যে গোটা ভারতের সামনে নিজের পরিবারের মুখ উজ্জ্বল করেছে। মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে।

About Author